Kurmi : জঙ্গলমহলে ১ এপ্রিল থেকে শুরু ‘ঘাঘর ঘেরা’, আন্দোলনের রূপরেখা নির্ধারণ কুড়মি সমাজের

Kurmi : জঙ্গলমহলে ১ এপ্রিল থেকে শুরু 'ঘাঘর ঘেরা', আন্দোলনের রূপরেখা নির্ধারণ কুড়মি সমাজের

নিজেদের দাবি আদায়ে আগামী ১লা এপ্রিল থেকে ‘ঘাঘর ঘেরা’ আন্দোলনের ডাক দিয়েছে কুড়মি সমাজের সংগঠন। আগামী ১ লা এপ্রিল থেকে শুরু হতে চলা এই আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের সিঁদুরপুর কমিউনিটি হলে। তৈরি হল আন্দোলনের রূপরেখা।

দীর্ঘদিন ধরে নিজেদের দাবি আদায়ে আন্দোলন করে আসছেন কুড়মিরা। মূল দাবিগুলি – কুড়মিদের এসটি তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা। এই দাবি আদায়ে ১ লা এপ্রিল থেকে ‘ঘাঘর ঘেরা’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে জঙ্গলমহল জুড়ে৷ রবিবার তার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কুড়মি সমাজের নেতৃত্বগন।

আরও পড়ুন:  Medinipur : কোতোয়ালি থানা ঘেরাও বিজেপি-র, নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার প্রতিবাদ

এইদিন আন্দোলন কর্মসূচির রূপরেখা নির্ধারণ করা হয়। আগামী ১লা এপ্রিল পুরুলিয়া জেলায় পাঁচ শহীদের মূর্তিতে মাল্যদান করে ‘ঘাঘর ঘেরা’ আন্দোলনের সূচনা হবে। ঐ দিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পুরুলিয়ার লালপুর মোড়, বাঁকুড়ার রাইপুর, আখখুটা মোড়, হরিনটুলি, সিমলাপাল, ঝাড়গ্রামের সারদা বিদ্যাপীঠ ঝাড়গ্রাম প্রবেশ মুখে রাজ্যসড়ক, জাম্বনী মোড় এবং পশ্চিম মেদিনীপুরের শালবনী, পিড়াকাটায় চলবে রাস্তা অবরোধ। ২ রা এপ্রিল জেলাশাসকের অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ঘেরাও, জন প্রতিনিধিদের ঘেরাও, ৩ রা এপ্রিল লোধাশুলিতে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ প্রভৃতি কর্মসূচি নেওয়া হয়েছে। ৫ ই এপ্রিল থেকে জঙ্গলমহল জুড়ে অনির্দিষ্টকালের অবরোধ আন্দোলন শুরু করার হুঁশিয়ার দেওয়া হয়েছে কুড়মি সমাজের তরফে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ