BRAKING NEWS

DA Medinipur : ডিএ আন্দোলনকে ঘিরে উত্তপ্ত ডিএম অফিস চত্ত্বর, তৃণমূল নেতার লাথি আন্দোলনকারীকে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুরে ডিএ আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুর ডিএম অফিস চত্ত্বর। ডিএ র দাবিতে রাজ্য সরকারী কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চর প্রতিবাদ মিছিল ও তৃণমূলের কর্মচারী ফেডারেশনের ধন্যবাদ মিছিল ঘিরে সংঘর্ষ পরিস্থিতিতে মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরের সামনে। তৃণমূল নেতা সুব্রত সরকারের লাথি আন্দোলনকারীকে।

মঙ্গলবার দুপুরে বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে কর্মবিরতি উপলক্ষ্যে রাজ্য সরকারী কর্মচারী সমিতিগুলির রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার তরফে মিছিল বের হয়েছিল মেদিনীপুর জেলাশাসক দপ্তরের সামনে। সেই সময়েই রাজ্য বাজেটে রাজ্য সরকারী কর্মচারীদের ৩% ডিএ দেওয়ার ঘোষণার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদজ্ঞাপন মিছিল বের করে তৃণমূলের কর্মচারী ফেডারেশন। সেই সময়েই দুই তরফের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের সরকারী কর্মচারী ফেডারেশনের নেতা তথা অলিগঞ্জ স্কুলের পরিচালন কমিটির সভাপতি সুব্রত সরকারকে লাথি ছুঁড়তে দেখা যায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে। পরিস্থিতি সামাল দেয় কোতোয়ালি থানার পুলিশ।

Medinipur-Mamata : নানা রূপে মুখ্যমন্ত্রী! কোলে শিশু থেকে প্রকল্পের সাজে পড়ুয়ারা

রাজ্য সরকারী কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের বিরুদ্ধে মহিলা কর্মীদের উপর এবং আন্দোলনকারীদের উপর হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনের অভিযোগ, আন্দোলনে আসা বাম কর্মচারী সংগঠনের কেউ এই কালেক্টরেটের নয়। সদস্যদের দুর্বৃত্ত আখ্যা দিয়ে পাল্টা হামলার অভিযোগ আনা হয়েছে ফেডারেশনের তরফে।

June Maliya : দুর্ঘটনার কবলে মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া