Panchayet Result : পুরুলিয়ার পর ঝাড়গ্রাম! দুধকুন্ডিতে কুড়মিদের জয়

Panchayet Result : পুরুলিয়ার পর ঝাড়গ্রাম! দুধকুন্ডিতে কুড়মিদের জয়

পঞ্চায়েত নির্বাচনে খাতা আগেই খুলেছে কুড়মিরা। পুরুলিয়ার সিরকাবাইদ অঞ্চল কুড়মিদের দখলে যাওয়ার পর এবার ঝাড়গ্রাম ব্লকের (বালিভাষা) দুধকুন্ডিতেও কুড়মিরা সংখ্যা গরিষ্ঠ। মোট গ্রাম পঞ্চায়েতের ৮ টি আসনের মধ্যে নির্দল হিসাবে কুড়মিরা জয়ী ৬টি আসনে। তৃণমূল ২টি আসনে জয় পেয়েছে।

আরও পড়ুন:  ব্যালট পেপার লুট থেকে ব্যালাড বক্স পুকুরে ফেলে দেওয়া, সীমাহীন সন্ত্রাস পঞ্চায়েত নির্বাচনে

কুড়মি সমাজের ঘাঘর ঘেরা আন্দোলনের অন্যতম নেতা, রাজেশ মাহাতোর অঞ্চল হিসাবে পরিচিত দুধকুন্ডিতে জয় ছিনিয়ে নিয়েছেন কুড়মি প্রার্থীরা। এছাড়াও ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি অঞ্চলে নির্দল হিসাবে কুড়মিরা ৬টি ও তৃণমূল ৫টি আসনে জয়ী। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের চার নম্বর বাকীবাঁধ অঞ্চলের তিনটি বুথের পঞ্চায়েত আসনে জয়ী হয়েছেন কুড়মিরা।

আরও পড়ুন:  Election Missing : ভাঙড়ে নিখোঁজ ভোটকর্মী, পুলিশ ও নির্বাচন কমিশনে অভিযোগ পরিবারের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ