BRAKING NEWS

Kurmi Protest : সমস্ত রাজনৈতিক দলকে বয়কটের ডাক কুড়মিদের, হবে জেলাশাসক ঘেরাও

নিজেদের জাতিসত্ত্বার দাবি আদায়ে একাধিক ঘোষণা প্রকাশ করে এবার জঙ্গলমহলে সমস্ত রাজনৈতিক দলগুলিকে বয়কটের ডাক দেওয়া হল কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির তরফে।

কুড়মিদের তফশিল উপজাতির তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজ। চলছে ঘাঘর ঘেরা। এবার ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির তরফে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে। জঙ্গলমহলের জনজাতি শ্রমিকদের ১২ ঘন্টার বদলে ৮ ঘন্টা শ্রমদিবস করতে হবে অন্যথা প্রতিষ্ঠানে ঘাঘর ঘেরা হবে, জঙ্গলমহল জুড়ে হবে কুড়মি জাগরণ র‍্যালি, রাজনৈতিক নেতা নেত্রীরা প্রচারে গ্রামে এলে হবে ঘাঘর ঘেরা, জঙ্গলের চোরাচালানে ঘাঘর ঘেরা, কুড়মি জমিদাতাদের জমিতে গড়ে ওঠা প্রতিষ্ঠানে জমিদাতার মূর্তি স্থাপনের দাবিতে ঘাঘর ঘেরা, কুড়মি সমাজের রাজনৈতিক নেতা নেত্রীদের দাবি পূরণের দায় নিতে হবে, কুড়মিদের মালিকানাধীন সমস্ত দেওয়ালে সব রকম রাজনৈতিক লেখনী ও প্রচার নিষিদ্ধ, রাজ্য সরকার কুড়মিদের দাবি পূরণে সহায়তা না করায় রাজনৈতিক ভাবে শাসক দলকে বার্তা, সমাজের দাবিকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক ভাবে নির্বাচনে দাড়ালে তাকে সমর্থন নয়, সমাজের শিল্পীদের কোনোরকম রাজনৈতিক প্রচারে অংশ না নিতে অনুরোধ করা হয়েছে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির তরফে।

এছাড়াও পুলিশি হয়রানি, মিথ্যা মামলা, তালিকাভুক্ত এসটিদের কুড়মিদের অনৈতিক বিরোধীতার অভিযোগ এনে জেলাশাসকের দপ্তর ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে সমস্ত রাজনৈতিক দল ও তাদের মিটিং, মিছিল বয়কটের ডাক দেওয়া হয়েছে।

 

Leave a Reply