Panchayat Result : জেলা পরিষদ জুড়েও শুধুই ঘাসফুল, ঝাড়গ্রামে কুড়মি দখলে পঞ্চায়েত

Panchayat Result : জেলা পরিষদ জুড়েও শুধুই ঘাসফুল, ঝাড়গ্রামে কুড়মি দখলে পঞ্চায়েত

পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দেওয়াল লিখন স্পষ্ট হতে শুরু করেছিল মঙ্গলবার বেলা বৃদ্ধির সাথে সাথে। সারাদিনে গ্রাম পঞ্চায়েতপঞ্চায়েত সমিতিতে একের পর এক জয় নিশ্চিত করার পর রাতে জেলা পরিষদের ফলাফলও শুধুই তৃণমূলময়।

শেষ পাওয়া খবরে, গ্রাম পঞ্চায়েতে ৬৩,২২৯টি আসনের মধ্যে তৃণমূল ৪২,৪৫৬টি, বিজেপি ৮,৭৫৫টি, সিপিএম ২,৯২৪টি, কংগ্রেস ২,৫২৮টি ও অন্যান্যরা ২,১৮৫টি আসনে জয়ী বা এগিয়ে। টাই হয়েছে ৩৬৮টি আসনে।
পঞ্চায়েত সমিতিতে ৯,৭৩০টি আসনের মধ্যে তৃণমূল ৫,৪৩২টি, বিজেপি ৬০১টি, সিপিএম ১৪০টি, কংগ্রেস ১৬৫টি ও অন্যান্যরা ৫০টি আসনে জয়ী বা এগিয়ে।
জেলা পরিষদে ৯২৮টি আসনের মধ্যে তৃণমূল ৫৬৩টি, বিজেপি ২৪টি, সিপিএম ৫টি, কংগ্রেস ৮টি ও অন্যান্যরা ২টি আসনে জয়ী বা এগিয়ে।

আরও পড়ুন:  Panchayat Election : ভোটের দিনে উত্তপ্ত রাজ্য, গুলি-খুন-ব্যালটে আগুনের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই

পশ্চিম মেদিনীপুর জেলায় ৬০টি জেলা পরিষদ আসনের ৬০ টিতেই জয়ী তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে ঝাড়গ্রাম জেলায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১০০৭ টি। তার মধ্যে তৃনমূল জয়ী ৭১১টি আসনে, নির্দল জয়ী ১৩৯টি আসনে, বিজেপি জয়ী ১৩১টি আসনে, বামেদের দখলে ২৬টি আসন। প্রসঙ্গত উল্লেখ্য, জয়ী নির্দল প্রার্থীদের বড় অংশই কুড়মি সমাজের প্রার্থী বা সমাজ সমর্থিত প্রার্থী।
ফলাফল অনুযায়ী, জেলার মোট ৭৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২টি যেতে চলেছে কুড়মিদের দখলে। তৃণমূলের দখলে ৬৩টি, ত্রিশঙ্কু ১২টি এবং টাই ২টি।

আরও পড়ুন:  Panchayet Election : ভোটে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক থাকবে না, রায় হাইকোর্টের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ