‘মমতা বন্দ্যোপাধ্যায় রিভেঞ্জ পলিটিক্স মাস্টার’, তীব্র আক্রমণ অগ্নিমিত্রার

'মমতা বন্দ্যোপাধ্যায় রিভেঞ্জ পলিটিক্স মাস্টার', তীব্র আক্রমণ অগ্নিমিত্রার

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে মেদিনীপুর সদর ব্লকের মনিদহ ৩ নম্বর অঞ্চলে দলীয় কর্মীদের নিয়ে অঞ্চল সম্মেলন বিজেপির। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিশ্র, পশ্চিম মেদিনীপুর জেলার যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক প্রমুখরা। সভার পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন অগ্নিমিত্রা। বলেন, “রিভেঞ্জ পলিটিক্সে খুব মাস্টার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়!”

অনুব্রত মন্ডলের দিল্লি যাওয়া স্থগিত হওয়া প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, “যে ক্রিমিনাল, মার্ডারার, গরু পাচারের প্রধান আসামী তাকে আমাদের মুখ্যমন্ত্রী বলেন বীর সন্তান, বাঘ!” তিনি বলেন, “বাংলার বাঘ বলতে আগে বুঝতাম আশুতোষ মুখোপাধ্যায়, এখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়।” আরও বলেন, “এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব চেষ্টা করছেন যাতে অনুব্রত মন্ডল দিল্লি যান, কারণ এই সরকার জানে অনুব্রত দিল্লি গেলে অনেকেরই সমস্যা হবে।” মিঠুন চক্রবর্তীকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে না আমন্ত্রণ জানানো ও তাঁর অভিনিত সিনেমা নন্দনে না দেখানো নিয়ে বিজেপি নেত্রীর প্রতিক্রিয়া, “রিভেঞ্জ পলিটিক্সে খুব মাস্টার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়।

অগ্নিমিত্রা অভিযোগ করেন, পঞ্চায়েত এলাকাগুলিতে ১২ বছর শাসক দল ক্ষমতায় থাকার পরেও কোনো পরিষেবা মানুষ পাননি৷ অভিযোগ করেন, ” এত কিছু বলার পরেও আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তৃণমূলের প্রধান, উপপ্রধানদের। রাজ্য পুলিশ সার্ভে করতে গিয়ে হুমকি দিচ্ছে৷ যাদের বাড়ি পাওয়ার কথা তারা পাচ্ছেন না!” আবাস যোজনা, কয়লা, শৌচালয়, বালি, পাথর, গরু সব জায়গা থেকে টাকা চুরি করা হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি। তাঁর স্লেষ, “এটা কি সরকার! কাদের আমরা এনেছি! ছিঃ ছিঃ ছিঃ! কোথায় নামিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে! লজ্জা! লজ্জা!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ