Mamata-Medinipur: সভাধিপতি নির্বাচন, জুন-শ্রীকান্তর মতপার্থক্য দূর, খোশ মেজাজে শুরু মুখ্যমন্ত্রীর সফর জানালেন অজিত মাইতি

Mamata-Medinipur: সভাধিপতি নির্বাচন, জুন-শ্রীকান্তর মতপার্থক্য দূর, খোশ মেজাজে শুরু মুখ্যমন্ত্রীর সফর জানালেন অজিত মাইতি

মঙ্গলবার শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের প্রথম দিন। এইদিন তিনি খড়গপুরে অভ্যন্তরীণ কর্মীসভা করলেন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন করলেন এবং সাম্প্রতিক অতীতে ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে দুই বিধায়ক শ্রীকান্ত মাহাতো ও অজুন মালিয়ার মধ্যবর্তী মনোমালিন্য সহজ করলেন এবং খোশ মেজাজে শোনালেন নিজের লেখা-সুর করা গান। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরের প্রথম দিন কাটলো ফুরফুরে ভাবেই।

খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর গেস্ট হাউসে জেলা সফরে এসে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার সভাগৃহে এক অভ্যন্তরীণ কর্মীসভা ছিল মঙ্গলবার। উপস্থিত ছিলেন মেদিনীপুরের কয়েকজন বিধায়ক ও মন্ত্রী। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্বতন সভাধিপতির মৃত্যুর পর থেকেই পদটি খালি ছিল। প্রত্যাশা মতোই এই দিন নতুন সভাধিপতির নির্বাচন করেন মুখ্যমন্ত্রী। পদে এলেন উত্তম বারিক। কিছুদিন আগেই একটি ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল দুই বিধায়ক জুন মালিয়া ও শ্রীকান্ত মাহাতোর মধ্যে। সেই ক্ষেত্রেও মুশকিল আসান হলেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন:  Jhargram: নিজের হাতে চপ ভেজে বিক্রি মমতার, খুশি দোকানদার ও ক্রেতারা

এখানেই শেষ নয়। বৈঠকে উপস্থিত তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছেন, সভাধিপতি নির্বাচন পর্ব সেরে নিজের লেখা গান নিজের সুর দিয়ে সকলকে শুনিয়েছেন তৃণমূল নেত্রী। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি উত্তম বারিক আগামী পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে বকেয়া কাজ সম্পন্ন করার কথা জানিয়েছেন। অজিত মাইতি জানিয়েছেন, বৈঠকে আগাগোড়া খোশ মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ