Pirakata: মাও-আতঙ্ক কেটে গিয়েছে, বাজার কমিটির পুজো ঘিরে এখন উৎসবের উন্মাদনা

Pirakata: মাও-আতঙ্ক কেটে গিয়েছে, বাজার কমিটির পুজো ঘিরে এখন উৎসবের উন্মাদনা

সেও এক সময় ছিল৷ পুজোয় আনন্দ উন্মাদনা হয়ে গিয়েছিল ফিকে। তখন পশ্চিম মেদিনীপুরের(Paschim Medinipur) পিড়াকাটা(Pirakata) জুড়ে মাওবাদী আতঙ্ক। তারপর সময় গিয়েছে, মাওবাদী আতঙ্ক হয়েছে অতীত। সদ্য পঞ্চম বছরে পদার্পণ করা পিড়াকাটা(Pirakata) বাজার দুর্গাপুজো কমিটির পুজোকে কেন্দ্র করে এখন সেখানে উৎসবের উন্মাদনা।

বিগত দুই বছরের করোনা কালের সময়। কিছুটা ফিকে হয়েছিল পুজোর জৌলুস। তা পুষিয়ে নিতেই পিড়াকাটা বাজার দুর্গাপুজো কমিটির এবারের পুজোর বাজেট প্রায় ২৩ লক্ষ টাকা। বেলদার শিল্পী পবন দে-র নেতৃত্বে প্রায় ৩৫ জন শ্রমিক ২ মাস আগে থেকে পরিশ্রম করেছেন মন্ডপ সাজিয়ে তুলতে। কাঁচ ও ঝিনুকের সমন্বয়ে গড়ে উঠেছে মন্ডপের পেখম মেলা ময়ূরের আদল। বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে পুজোয় ষষ্ঠী থেকে দশমী আয়োজিত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। হচ্ছে বস্ত্র দান, রক্তদান শিবির। নবমীর দিন প্রায় ৭ হাজার মানুষকে ভোগনিবেদনের ব্যবস্থা হচ্ছে। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেছেন। মাও-আতঙ্কের পিড়াকাটা এখন উৎসব মুখর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ