চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
আগামী ২৭ মে থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। তারই প্রাক্কালে তাৎপর্যপূর্ণ রদবদল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে। মেদিনীপুর কোতোয়ালি থানা সহ জেলার একাধিক থানার ইনচার্জ বদলি হল। কোতোয়ালি থানায় ইনচার্জ পার্থসারথি পালের স্থানে আসছেন আতিবুর রহমান।

পশ্চিমবঙ্গ পুলিশের তরফে জারি হয়েছে গুরুত্বপূর্ণ নোটিশ। রদবদল হয়েছে একাধিক থানার পুলিশ আধিকারিকদের। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক থানা। মেদিনীপুর কোতোয়ালি থানার ইনচার্জ পার্থসারথি পালের বদলি হচ্ছে বারুইপুর পুলিশের ডিআইবি-তে পুলিশ ইন্সপেক্টর হিসাবে৷ তাঁর স্থানে আসছেন লালবাগে কোর্ট ইন্সপেক্টর হিসাবে কর্মরত আতিবুর রহমান।
এছাড়াও দাঁতন থানার আইসি দয়াময় মাঝি বদলি হচ্ছেন পশ্চিম মেদিনীপুর সদরের সিআই হিসাবে৷ তাঁর স্থানে আসছেন দেবাশীষ ঘোষ। যিনি পশ্চিম মেদিনীপুর সদরের সিআই হিসাবে কর্মরত। খড়গপুর টাউন থানার ইনচার্জ বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্থানে আসছেন রাজীব কুমার পাল। পশ্চিম মেদিনীপুর ডিআইবি পুলিশ ইন্সপেক্টর পদে রাজীব কুমার পালের পরিবর্তে আসছেন চয়ন ঘোষ। পশ্চিম মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা শুরু হচ্ছে ২২ মে। তার আগে জেলাপুলিশের এই একাধিক পদে রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অভিমত প্রশাসনিক ও রাজনৈতিক মহলের।