Medinipur Municipality : “দল পদ ছাড়তে বললে আজই ছেড়ে দেব” : সৌমেন খান

img 20231227 wa0004

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর পুরসভায় মতপার্থক্যকে কেন্দ্রভকরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পৌরপ্রধান সৌমেন খানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ দলেরই কাউন্সিলরদের একাংশের। পৌরপ্রধানের বিরুদ্ধে স্বজনপোষণ, তহবিল নয়ছয় সহ একাধিক অভিযোগ৷ “দল ছেড়ে দিতে বললে আজকেই ছেড়ে দেব”, বলে প্রতিক্রিয়া পৌরপ্রধান সৌমেন খানের।

মেদিনীপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর মৌসুমী হাজরা, বিশ্বনাথ পাণ্ডব, মৌ রায়, ডাঃ গোলক বিহারী মাঝি, ইন্দ্রজিৎ পানিগ্রাহি সহ তৃণমূল কাউন্সিলরদের একাংশ চেয়ারম্যান পদ থেকে সৌমেন খানের পদত্যাগ দাবি করে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। এর ফলে প্রকাশ্যে এসেছে তৃণমূলের অভ্যন্তরীণ মতবিরোধ। প্রসঙ্গত উল্লেখ্য, কাউন্সিলর মৌসুমী হাজরা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার স্ত্রী।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগআন্দোলন প্রসঙ্গে মুখ খুলেছেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। সাংবাদিকদের তিনি বলেন, “দলের জেলা সভাপতিকে আমি জানিয়েছি ব্যাপারটা। ওনাকে বাড়িতে গিয়ে বলে এলাম, সমস্যা যদি হয়ে থাকে সবাইকে ডাকুন। আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবো।” তিনি আরও বলেন, “আমি সবাইকে সমান গুরুত্ব দিয়েই কাজ করি। টাকা যেটা এসেছে জনসংখ্যার ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়েছে। উন্নয়নের কাজের ক্ষেত্রে যাঁরা যাঁরা রিকুইজিশন দিয়েছেন সেগুলি সবই হয়েছে। কোনও ভাবেই কাউকে বঞ্চিত করা হয়নি।” তাঁর পদত্যাগের দাবি প্রসঙ্গে পুরপ্রধান বলেন, “দল আমাকে পদে বসিয়েছে। দল যদি আমাকে বলে দেয় ছেড়ে দিতে, আমি আজকেই ছেড়ে দেবো।”

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ