Jhalda: পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেস এবং নির্দল কাউন্সিলরদের

Jhalda: পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেস এবং নির্দল কাউন্সিলরদের

পুরুলিয়ার ঝালদা পৌরসভায় ফের রাজনৈতিক সংকট পরিস্থিতি। পুরসভার তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে এবং চেয়ারম্যানের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনলেন পুরসভার ৫ জন কংগ্রেস ও ১ জন নির্দল কাউন্সিলর।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারনে রাজনৈতিক ভাবে উত্তপ্ত থেকেছে পুরুলিয়ার ঝালদা পুরসভা। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়েছেন। চলছে সিবিআই তদন্ত। হয়েছে উপনির্বাচন। এবার তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন ঝালদা পুরসভার নির্দল কাউন্সিলর তথা ৮ নম্বর ওয়ার্ডের সোমনাথ কর্মকার এবং ৫ জন কংগ্রেস কাউন্সিলর – ৯ নম্বর ওয়ার্ডের বিপ্লব কয়াল, ৪ নম্বর ওয়ার্ডের পিন্টু চন্দ্র, ২ নম্বর ওয়ার্ডের মিঠুন কান্দু, ১২ নম্বর ওয়ার্ডের পুর্ণিমা কান্দু এবং ১ নম্বর ওয়ার্ডের বিজয়কান্ত কান্দু। ৬ জন কাউন্সিলর মিলিত ভাবে ঝালদা পুরসভার চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে লিখিত অনাস্থা এনেছেন পশ্চিমবঙ্গ পুরসভা আইনের ১৮(৩) নম্বর ধারায়।

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

ঝালদা পুরসভার মোট আসন সংখ্যা ১২টি। এর মধ্যে বিগত পুরভোটে ৫ টি ওয়ার্ডে তৃণমূল, ৫ টি ওয়ার্ডে কংগ্রেস ও ২টি ওয়ার্ডে নির্দল প্রার্থীরা জয়ী হন। এর মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ফল ঘোষনার আগেই তৃণমূলে যোগ দেন। ইতিমধ্যে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। তারই মধ্যে নির্দল কাউন্সিলের সমর্থনে পুরবোর্ড গঠন করে তৃণমূল। ৬ মাস অতিক্রান্ত হওয়ার আগেই একজন নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে অনাস্থা প্রস্তাব আনলো কংগ্রেস। জানা গিয়েছে, অনাস্থা সংক্রান্ত চিঠি ঝালদা মহকুমা শাসকপুরুলিয়া জেলাশাসককে জমা দেওয়া হয়েছে। যদিও ঝালদা পুরবোর্ডের চেয়ারম্যান সুরেশ অগরওয়ালের বক্তব্য, বোর্ড এখনও অনাস্থা প্রস্তাব সংক্রান্ত কোনো চিঠি হাতে পায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ