চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মোবাইল ফোন এখন আমাদের নিত্য প্রয়োজনীয় বলেন বস্তু হয়ে উঠেছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে মোবাইল চুরি ও ছিনতাই। সেই বিষয়েই সাধু উদ্যোগ নেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে। খোয়া যাওয়া ফোন উদ্ধারের পর তা ফিরিয়ে দেওয়া হল সাধারণ মানুষজনদের।

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মেদিনীপুর পুলিশ লাইনের সেফ হাউসে সেই অনুষ্ঠানে উদ্ধার হওয়া ৪০ টি ফোন পুনরায় ফিরিয়ে দিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার৷

জনপ্রিয় খবর:  Bayron Biswas : বায়রন ছাড়লেন কংগ্রেসের হাত, অভিষেকের হাত ধরে তৃণমূলে

সেই সঙ্গে খোয়া যাওয়া ফোন খুঁজতে নতুন ওয়েব পোর্টাল চালু করা হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে। ‘খোঁজ’ নামে এই পোর্টালের মাধ্যমে থানায় না এসেই সরাসরি ফোন খোয়া যাওয়া সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।অভিযোগের নম্বর অনু্যায়ী তথ্য ও কেস ট্রাকও করা যাবে। জেলা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন জেলাবাসী।

জনপ্রিয় খবর:  Medinipur : কলাইকুণ্ডা থেকে বিমান উড়বে যাত্রী নিয়ে, ছাড়পত্র বায়ুসেনা ও কেন্দ্রের