Suvendu Adhikari : নির্বাচন কমিশনের অফিসে তালা শুভেন্দুর, হাতে কালো কাপড় বেঁধে ‘কালা দিবস’

Suvendu Adhikari : নির্বাচন কমিশনের অফিসে তালা শুভেন্দুর, হাতে কালো কাপড় বেঁধে 'কালা দিবস'

রাজ্যপঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও ঘটনাকে পরম্পরার প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে তালা ঝুলিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে হাতে কালো কাপড় বেঁধে দিনটিকে ‘কালা দিবস’ বলেও ঘোষণা করেন তিনি।

শনিবার রাজের ২২টি জেলার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এবং ২০টি জেলার জেলা পরিষদের ভোটগ্রহণ ছিল। যা কেন্দ্র করে এইদিন সকাল থেকে বারে বারে উত্তপ্ত হয়েছে রাজ্যের একাধিক এলাকা। আক্রান্ত হয়েছেন প্রিসাইডিং অফিসার, লুট হয়েছে ব্যালট পেপার, জলে ফেলা হয়েছে ব্যালট বক্স, চলেছে গুলি, পড়েছে বোমা। প্রাণ বাঁচাতে অসহায় হয়েছেন ভোট কর্মীরা। জায়গায় জায়গায় সংঘর্ষে জড়িয়েছেন শাসক ও বিরোধীরা। এখনও পর্যন্ত পাওয়া খবরে ভোটের বলি ১৩ জন। হাইকোর্ট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আদেশ দিলেও বেশির ভাগ বুথেই দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর। পুরো বিষয়ের জন্য রাজ্যের শাসক দল ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে দায়ী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন:  Paschim Medinipur : ভোটের আগে শাসক দলের গোষ্ঠী কোন্দল, রক্তাক্ত কেশপুর

ভোটে শাসকের সন্ত্রাস ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়িত্ব না পালন করার অভিযোগ এনে শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন অভিযান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে কালো কাপড় বেঁধে দিনটি ‘কালা দিবস’ বলে ঘোষণা করেন। এরপরে নির্বাচন কমিশনের অফিসে তালা লাগিয়ে দেন তিনি। তিনি বলেন, “রাজ্যের মানুষের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তাঁর ভাইপোর ব্যবস্থাপনায় এবং রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার উদ্যোগে লুট হয়ে গেছে।” তিনি বলেন, “আগামী মঙ্গলবার আমরা উচ্চ আদালতে নির্বাচন আমাদের অভিযোগ জানাবো।” তাঁর দাবি, “সিসিটিভি ফুটেজে যেখানে ছাপ্পা হয়েছে দেখা যাবে সেখানে পুনরায় নির্বাচন করাতে হবে। যে সব জায়গায় বিরোধী দলের এজেন্ট বা প্রার্থীরা ভোটের শুরুতে থাকলেও পরে ভয় দেখিয়ে বের করে দেওয়ায় ব্যালট বাক্স সিট করার সময় থাকতে পারেননি সেখানেও ভোট বাতিল করতে হবে। যেসব ভোটকর্মী ছাপ্পায় যুক্ত তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে হবে।” সেই সঙ্গে ভোটকে ‘প্রহসন’ বলে ঘোষণা করে অনেক দূর যাবেন বলেও হুঙ্কার দিয়েছেন শুভেন্দু।

আরও পড়ুন:  পঞ্চায়েতে লাগামহীন সন্ত্রাসে আহত প্রিসাইডিং অফিসার

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ