Medinipur : অলক্ষ্যে জিমন্যাস্টিকসে নিজেদের গড়ে তুলছে কিছু কচিকাঁচা, উদ্যোগে নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়

Medinipur : অলক্ষ্যে জিমন্যাস্টিকসে নিজেদের গড়ে তুলছে কিছু কচিকাঁচা, উদ্যোগে নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

নেই পর্যাপ্ত সরঞ্জাম, নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ। তাতেও সবার অলক্ষ্যে নিজেদের লক্ষ্য স্থির করে নিজেদের জিমন্যাস্টিকসে দক্ষ করে তুলছে পশ্চিম মেদিনীপুরের কিছু কচিকাঁচা। উদ্যোগে নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়।

বেশকিছু বছর আগে খেলাধুলা ও শরীরচর্চার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহী করে তুলতে উদ্যোগী হন মেদিনীপুরের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। স্কুল সংলগ্ন মাঠেই বিদ্যালয়ের পঠনপাঠন শেষে শুরু হয় ছাত্রছাত্রীদের জিমন্যাস্টিকস প্রশিক্ষণ। তারপর এখান থেকে স্কুল পর্যায়, জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছে অনেকেই। এমন স্কুল থেকে পাশ করে বেরিয়ে যাওয়ার পরেও এখানে নিয়মিত প্রশিক্ষণ নেয় অনেকে। জাতীয় ও রাজ্য স্তরের প্রতিযোগিতাতেও গিয়েছে কয়েকজন। কিন্তু তাদের সাফল্য ও প্রশিক্ষণের মাঝে বাধা হচ্ছে পর্যাপ্ত সুযোগ সুবিধা, প্রশিক্ষণের সাজসরঞ্জাম প্রভৃতি।

আরও পড়ুন:  Kurmi Protest : অব্যাহত কুড়মি আন্দোলন, জঙ্গলমহলে রেল-সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব আর্য জানান, স্কুলের শিক্ষকরা সামাজিক দায়বদ্ধতা, ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক উন্নতির বিষয়ে বিবেচনা করেই এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রকৃত প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রয়োজনীয় সাজসরঞ্জামের অভাব প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের সমস্যার কারণ হচ্ছে। এক্ষেত্রে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা, এনজিও বা সহৃদয় ব্যক্তির সাহায্য প্রার্থনাও করেছেন তিনি।

আরও পড়ুন:  Paschim Medinipur : রাজ্য সড়কে দুর্ঘটনা, দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ

প্রশিক্ষকরা বিনা পারিশ্রমিকে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে উদ্যোগ নিলেও তা পর্যাপ্ত নয়। তেমনই এই উদ্যোগের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত প্রশিক্ষক প্রণয় সেনও স্বীকার করেছেন সাজসরঞ্জাম, প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ে অপ্রতুলতার বিষয়ে। তাঁর বক্তব্য, এখানে বেশ কিছু সম্ভাবনাময় পড়ুয়া রয়েছে। সমস্যা থাকলেও যথাসম্ভব সাহায্য ও প্রশিক্ষণের মাধ্যমে পড়ুয়াদের সাফল্যের প্রচেষ্টাও নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ