Kharagpur : বিদ্যুতের বলি পুলিশকর্মী! খুঁটিতে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু

Kharagpur : বিদ্যুতের বলি পুলিশকর্মী! খুঁটিতে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু

রাজ্যে বর্ষা এলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। বিদ্যুৎ দফতরের দিকে অভিযোগের আঙুল বারংবার উঠলেও বিশেষ প্রতিকার হয়নি। এবার বর্ষার শুরুতেই খুঁটিতে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত কলাইকুণ্ডা ফাঁড়ি এলাকায়।

জানা গিয়েছে, কলাইকুণ্ডা ফাঁড়ি সামনে দাঁড়িয়ে বুধবার রাতে হোমগার্ড হিসেবে কর্মরত ষষ্ঠী রায় (২৮) ফোনে কথা বলছিলেন। সেই সময়েই কোনো ভাবে বিদ্যুতের খুঁটি স্পর্শ করেন তিনি। তৎক্ষণাৎ ছিটকে পড়েন। ফাঁড়িতে উপস্থিত তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণের বক্তব্য, বিদ্যুৎ খুঁটি রক্ষণাবেক্ষণ বা নজরদারির ক্ষেত্রে বিদ্যুৎ দফতরের বিশেষ গাফিলতি রয়েছে। তাই বর্ষা এলেই খুঁটিতে হাত লেগে বা খোলা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রতি বছরই মৃত্যুর ঘটনা ঘটে রাজ্যর বিভিন্ন জেলায়। বর্ষার শুরুতেই এমন ঘটনার পুনরাবৃত্তি দেখে দফতরের আরও সতর্ক হওয়ার আশা করছেন মানুষজন।

আরও পড়ুন:  Dilip Ghosh: “ডিসেম্বর আসুক কিছু তো হবেই”, সত্য সাঁই বাবার জন্মদিনে খড়গপুর এসে বললেন দিলীপ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ