Paschim Medinipur : প্রেমে প্রত্যাখ্যান! ছাত্রী ও তার বাবাকে ছুরিকাঘাত যুবকের

Paschim Medinipur : প্রেমে প্রত্যাখ্যান! ছাত্রী ও তার বাবাকে ছুরিকাঘাত যুবকের

অনেকদিন ধরে প্রেমের সম্পর্কে থাকার পরে প্রেমিকা সম্পর্ক থেকে সরে আসতে চেয়েছিল। প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় রাগে ছুরি নিয়ে স্কুল চত্ত্বরে মাধ্যমিক পরীক্ষার্থী প্রেমিকা ও তার বাবার উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার রসকুণ্ডু হাইস্কুলে। ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন ঐ ছাত্রীর বাবা৷ অভিযুক্ত যুবককে আটক করেছে গড়বেতা থানার পুলিশ।

আরও পড়ুন:  ভোটে জিতলেই তৃণমূলের দখলে থাকা বামফ্রন্টের পার্টি অফিস ফেরত দেবেন বিজেপি নেতা

জানা গিয়েছে, মেদিনীপুরের গড়বেতা থানার রসকুণ্ডু হাইস্কুলের ঐ ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল গোয়ালতোড় থানার অন্তর্গত খড়কাটা এলাকার বাসিন্দা ২১ বছরের যুবক গোবিন্দ বিশ্বাসের৷ একবার দু’জনে পালিয়েও গিয়েছিল। পরে পুলিশ ঐ ছাত্রীকে উদ্ধার করে হোমে রেখেছিল। এখন সে নিজের বাড়িতে ফিরে এসেছে ও পড়াশোনা চালিয়ে যেতে চায়। গোবিন্দের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়নি সে৷ সেই রাগ থেকেই বুধবার দুপুরে গড়বেতার রসকুন্ডু হাইস্কুল চত্ত্বরে প্রেমিকার উপর হামলা চালায় গোবিন্দ৷

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

স্কুলে এখন টেস্ট পরীক্ষা চলছে। বুধবার ইংরাজি বিষয়ের পরীক্ষা ছিল। মেয়েকে স্কুলে পৌঁছে দিতে এসেছিলেন ঐ ছাত্রীর বাবা। অভিযুক্ত যুবক ছুরি নিয়ে হামলা চালালে মেয়েকে বাঁচাতে গিয়ে তিনি আহত হন। হাতে, মাথায়, গলায় আঘাত লেগেছে। তিনি গড়বেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ