চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

শুক্রবার রাতে কেশিয়াড়ি থেকে বেলদাগামী ৫ নম্বর রাজ্য সড়কে দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় কুশমুড়ি এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, ৫ নম্বর জাতীয় সড়ক ধরে কেশিয়াড়ি দিক থেকে বেলদার দিকে বাইকে যাচ্ছিলেন বেলদা থানার কুশমুড়ি এলাকার বাসিন্দা মনদীপ সিং। রাত ১০ টা নাগাদ অজ্ঞাতপরিচয় কোনো গাড়ি তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাড়ির বা গাড়ি চালকের কোনো সন্ধান মেলেনি।

জনপ্রিয় খবর:  Medinipur : কলাইকুণ্ডা থেকে বিমান উড়বে যাত্রী নিয়ে, ছাড়পত্র বায়ুসেনা ও কেন্দ্রের

ঘটনার পরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় যান চলাচল। কেশিয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে সন্দেহ জনক একটি পিকআপ ভ্যানকে আটক করেছে পুলিশ।