Medinipur: ভাঙা পড়েছে যাত্রী প্রতীক্ষালয়ের ছাদ, পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের

Medinipur: ভাঙা পড়েছে যাত্রী প্রতীক্ষালয়ের ছাদ, পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের

অর্পণ ভট্টাচার্য্য: মেদিনীপুর জজকোর্ট মোড় বাসস্ট্যান্ডে ভাঙা পড়েছে যাত্রী প্রতীক্ষালয়ের ছাদ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারংবার আবেদন করা হলেও সংস্কারের বিষয়ে উদাসীন পৌরসভা ও স্থানীয় কাউন্সিলর। তাই সংস্কারের দাবি নিয়ে শুক্রবার গণসাক্ষর সংগ্রহ শুরু করলেন স্থানীয়রা। দেওয়া হবে ডেপুটেশন

১৯৮৬ সালে অরবিন্দনগর জনকল্যাণ সমিতির উদ্যোগে মেদিনীপুর জজকোর্ট মোড় বাসস্ট্যান্ডে তৈরি করা হয়েছিল একটি যাত্রী প্রতীক্ষালয়। মেদিনীপুর পুরসভার তরফে যাত্রী প্রতীক্ষালয়টি রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল। কিন্তু গত এক বছরেরও বেশি সময় ধরে যাত্রী প্রতীক্ষালয়টির ছাদ নেই। ছাদ ভেঙে অবৈধ দখল চলছে বলে অভিযোগ শহরের ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, এই বিষয়ে বারংবার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলেও পুরসভার চেয়ারম্যান ও ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদাসীন। জজকোর্টের মত গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে একমাত্র যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল অবস্থার কারণে যাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন:  Medinipur: শহরে চুরি বর্ষ শুরুর সন্ধ্যায়, তালা ভেঙে লুট গয়না-টাকা

পৌরসভার উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, শুক্রবার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জজকোর্ট মোড়ে একটি পথসভা করেন। পথ চলতি মানুষজনের কাছে গণসাক্ষর সংগ্রহ করা হয়। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে যাত্রী প্রতিক্ষালয়টি সংস্কারের দাবিতে জমা দেওয়া হয় ডেপুটেশন। স্থানীয় বাসিন্দা কার্তিক চন্দ্র ধরের বক্তব্য, ‘আগামী ১ মাসের মধ্যে মেদিনীপুর পৌরসভা যদি যাত্রী প্রতীক্ষালয়টি পুনর্নির্মাণ করে সাধারণ মানুষের ব্যবহারের উপযুক্ত না করে তাহলে আগামী দিনে ব্যাপক আন্দোলন ও রাস্তায় অবরোধ করতে বাধ্য হবো।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ