Medinipur Medical College : র‍্যাগিংয়ের অভিযোগ মেদিনীপুর মেডিকেলে, তৎপর কলেজ কর্তৃপক্ষ

Medinipur Medical College : র‍্যাগিংয়ের অভিযোগ মেদিনীপুর মেডিকেলে, তৎপর কলেজ কর্তৃপক্ষ

এবার র‍্যাগিংয়ের অভিযোগ উঠলো মেদিনীপুর মেডিকেল কলেজে৷ অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কলেজে। নাম গোপন করে প্রথম বর্ষের এক পড়ুয়া সরাসরি অভিযোগ করেছেন ন্যাশেনাল মেডিকেল কাউন্সিলে। সেই অভিযোগের প্রেক্ষিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসেছে সতর্কবার্তা। সূত্রের খবর, তারই প্রেক্ষিতে দফায় দফায় বৈঠকে বসেছে কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটি।

আরও পড়ুন:  Birendra Setu : বীরেন্দ্র সেতুর ব্যারিকেডে আটক বাইক, গ্রেপ্তার ২ দুষ্কৃতি

সূত্রের খবর, নিজের নাম উল্লেখ না করে প্রথম বর্ষের এক ছাত্র সিনিয়রদের বিরুদ্ধে প্রথম বর্ষের ছাত্রদের হোস্টেলের ছাদে নিয়ে গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ এনেছে। ন্যাশেনাল মেডিকেল কাউন্সিলের কাছ থেকে সেই মর্মে অভিযোগপত্র এসেছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে। ১৪ আগস্ট কলেজের অ্যান্টি র‌্যাগিং কমিটি দফায় দফায় বৈঠক করেছে। প্রথম বর্ষ, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রদের ডেকে পাঠিয়ে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমিটির তরফে ছাত্রদের লিখিত বয়ান নেওয়া হচ্ছে ও তাঁদের বক্তব‌্যের ভিডিও রেকর্ডিংও করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

আরও পড়ুন:  Kharagpur : মালঞ্চ এলাকার বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও বায়ুসেনার ৭টি ইঞ্জিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ