Birendra Setu : ‘বীরেন্দ্র সেতু বন্ধ পরিকল্পনাহীন ভাবে’, অভিযোগ এনে ডেপুটেশন এসইউসিআই-এর

Birendra Setu : 'বীরেন্দ্র সেতু বন্ধ পরিকল্পনাহীন ভাবে', অভিযোগ এনে ডেপুটেশন এসইউসিআই-এর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীর উপর খড়গপুর ও মেদিনীপুরের সংযোগকারী দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে সংস্কারের পর লোড টেস্ট জনিত কাজের জন্য অ্যাম্বুলেন্স ব্যতীত সমস্ত যানবাহন ও পথচারীদের চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ১৭ আগস্ট রাত ১১টা থেকে ২১ আগস্ট রাত ১১টা পর্যন্ত এই সেতুতে সমস্ত চলাচল বন্ধ থাকবে। এই ঘোষণাকে পরিকল্পনাহীন আখ্যা দিয়ে একাধিক দাবিতে আন্দোলন এসইউসিআই-এর।

আরও পড়ুন:  Birendra Setu : সোমবার সকালেই খুলে যাচ্ছে বীরেন্দ্র সেতু, নির্ধারিত সময়ের আগেই লোড টেস্টিং শেষের ইঙ্গিত

বৃহস্পতিবার জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দেয় এসইউসিআই। দলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বক্তব্য, মেদিনীপুর শহরে রেললাইন বাদ দিলে একটিই মাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন শয়ে শয়ে মানুষ চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে আসেন এবং বহু ছাত্র ছাত্রী পড়াশুনার জন্য স্কুল কলেজে যাতায়াত করেন। প্রশাসনের পক্ষ থেকে যদি পরিকল্পনা মাফিক আগে বিকল্প ব্যবস্থা নেওয়া হলে হয়রানি এড়ানো যেত বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন:  Birendra Setu : বীরেন্দ্র সেতুতে চলছে লোড টেস্টিং, উপস্থিত মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান

সেতু মেরামতের প্রশ্নে কোন দ্বিমত নেই, এই বিষয়ে জানিয়ে আন্দোলনকারীদের তরফে একাধিক দাবি জানানো হয়েছে জেলাশাসককে। অবিলম্বে প্রশাসনকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে, মেদিনীপুর খড়গপুর শাটল ট্রেন ব্যবস্থা করতে হবে। এছাড়াও বাস যাতায়াতের আর একটি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত করাও দাবি জানানো হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ