Elephant : খুনে হাতির মৃত্যু ঝাড়গ্রামে, ট্রাঙ্কুইলাইজ করার পর চিরঘুমের দেশে

Elephant : খুনে হাতির মৃত্যু ঝাড়গ্রামে, ট্রাঙ্কুইলাইজ করার পর চিরঘুমের দেশে

ট্রাঙ্কুইলাইজ করে ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্কে চিকিৎসার জন্য নিয়ে আসার পর মৃত্যু হল খুনহাতির। গত কয়েকদিন ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল হাতিটি। তার আক্রমণে এক বনকর্মী সহ প্রাণ হারিয়েছেন তিন জন। দাঁতালটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।

কিছুদিন আগে ঝাড়খণ্ডের জঙ্গল সন্নিকট এলাকায় তাণ্ডল চালানোর পর এরাজ্যে চলে আসে একটি দাঁতাল। বন দফতরের ও স্থানীয়দের দাবি, হাতিটির আক্রমণে গত ২০ জুন লালগড়ে বুড়াবাবা থানে কর্তব্যরত বন দফতরের এক হোমগার্ড মারা যান৷ এরপর ২২ জুন পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ায় এক জন এবং ২৯ জুন ঝাড়গ্রামের বিড়িহান্ডি বিটের কাজলাতে এক জনের মৃত্যু হয় হাতিটির হামলায়৷ হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হয় বন দফতর।

আরও পড়ুন:  Jhargram : “লড়াই দুর্নীতির বিরুদ্ধে”, বার্তা জেলা পরিষদের কনিষ্ঠতম প্রার্থী মধুশ্রী মজুমদারের

শনিবার সকালে হাতি বিশেষজ্ঞদের উপস্থিতিতে ঝাড়গ্রামের বিড়িহাণ্ডি বিটের কাজলার জঙ্গলে উন্মত্ত দাঁতালটিকে নিয়ন্ত্রণে আনত্র ঘুমপাড়ানি গুলি ছোড়েন বন দফতরের কর্মীরা৷ হাতিটিকে ট্রাঙ্কুইলাইজ করার পর চোখ বেঁধে ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্কে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানেই তার মৃত্যু হয়। হাতিটির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। সেটির সামনের বাঁ পায়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে এবং সেখানে পচন ধরে পোকা হয়ে গিয়েছিল। মৃত্যু কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আরও পড়ুন:  Panchayet Election : ক্যানসার আক্রান্ত বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ সাঁকরাইল থানার ওসির বিরুদ্ধে

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ