Central Force : বাহিনীর গুলিতে ভোটারের গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ চাকুলিয়ায়

Central Force : বাহিনীর গুলিতে ভোটারের গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ চাকুলিয়ায়

শনিবার রাজ্যপঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটকে কেন্দ্র করে উঠেছে অশান্তির অভিযোগ। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর সংবাদ সামনে এসেছে। ভোট লুঠ, মারপিট, লাঠালাঠি, বোমাবাজি, গুলিচালনা, ব্যালট লুট, ব্যালট বক্স ভাঙচুর, ভোটকর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে ভুরি ভুরি। আহতের সংখ্যা বহু। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে এক ভোটারের আহত হওয়ার অভিযোগ উঠেছে চাকুলিয়া বিধানসভার অন্তর্গত গোয়ালপুকুর থানা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে গোয়ালপোখর থানার অন্তর্গত ঢুমাগরের ২৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন হাসিবুল নামে স্থানীয় যুবক। অভিযোগ, সেই সময়ে বুথে তীব্র গোলমাল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, তখনই কাঁধে গুলি লেগে আহত হন হাসিবুল। তাঁকে প্রথমে কিশানগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়৷ পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিহারের পূর্ণিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Panchayet Election : মিড-ডে মিলের টাকায় ভোটকর্মীদের টাকা মেটানোর অভিযোগ, অস্বীকার কমিশনের

শনিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত থেকেছে রাজ্য। পর্যাপ্ত নিরাপত্তা না থাকার অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশ সত্ত্বেও বেশিরভাগ বুথেই ছিল না কেন্দ্রীয় বাহিনী। যা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের তরজাও সামনে এসেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনে ফোর্স কো-অর্ডিনেটর বিএসএফের আইজি পদ মর্যাদার অফিসার সতীশচন্দ্র বুদোকোটির অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। বারবার জানানো সত্ত্বেও স্পর্শকাতর বুথের তালিকা কেন্দ্রীয় বাহিনী পায়নি, ফলে মোতায়েন করা যায়নি বাহিনী। অন্যদিকে সেই অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ভোটারের গুলিবিদ্ধ হওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:  Panchayet Election : ভোটে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক থাকবে না, রায় হাইকোর্টের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ