মেষ/ Aries রাশিফল Rashifal : সময়ের সাথে চলতে গেলে ধারণা পরিবর্তন করতে হয়। এটি আজ আপনি বুঝতে পারবেন। কোনো কিছুতে অতিরিক্ত খরচ করবেন না এটি আপনার আর্থিক সমস্যা ডেকে আনবে। ভালোবাসার মানুষকে ক্ষমা করে দিন। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আজ একটি শেষ্ঠ দিন হতে চলেছে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : কর্মে উন্নতি বা সংস্থাগত পরিবর্তনে লাভ। শত্রুরা ক্ষতি করতে চাইলেও পিছু হটবে। ছাত্র-ছাত্রীর শুভদিন নয়। প্রেমে ঝামেলা। দাম্পত্য শান্তি বজায় থাকবে। ভাইয়ের সাথে মতভেদ। ব্যবসায় লাভ ভালোই হবে। হাতের কাজ সেটা রান্নাবান্না হোক বা কোন আর্টের কাজ, সুনাম বৃদ্ধি হবে। সেই সুবাদে উপার্জন বৃদ্ধি।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আপনার সখ আজ আপনাকে খুশি রাখবে। নিজের জন্য যে অর্থ সংগ্রহ প্রয়োজন তা আজ আপনি বুঝতে পারবেন। আপনার পরিবারকে সময় দিন। গুরুত্বপূর্ণ লোকেদের সঙ্গে কথা বলার সময় চোখ-কান খোলা রাখুন। তাদের যেকোনো পরামর্শ আপনার কাজে লাগতে পারে। আপনার সঙ্গী সত্যি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এটা আজ আপনি উপলদ্ধি করতে পারবেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : পরিশ্রম বৃদ্ধি ফলে শরীর ও মনে অবসন্ন ভাব। কিছু দেওয়া নেওয়া বা সম্পত্তিগত বিষয়ে আত্মীয়-স্বজনের সাথে সম্পর্কের শীতলতা। উচ্চ শিক্ষায় সাফল্য। ডাক্তারবাবু, হোটেল ব্যবসা রেস্তোরাঁ, ওষুধ ও নার্সিংহোম ব্যবসায় সাফল্য। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষকে ঘিরে ভুল বোঝাবুঝি। প্রেমের সম্পর্ক বিয়ের দিকে এগিয়ে যাবে।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ৩০/৫/২০২৩

সিংহ/ Leo রাশিফল Rashifal : আপনার মনে হতে পারে কোনো জিনিস শেখার জন্য আপনার বয়েস পেরিয়ে গেছে কিন্তু এটা সত্যি নয়। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পরায় আপনায় অর্থের সমস্যা হতে পারে। আপনার চারিপাশ আজ আপনাকে খুশি এনে দেবে। মোমবাতির আলোয় নিজের প্রিয় মানুষের সঙ্গে খাবার ভাগ করে নেবার জন্য আজ একটি শেষ্ট দিন।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আপনার সাফল্যে অনেকেই উৎসাহিত হবেন। নিজস্ব কৌশল ও বুদ্ধিমত্তার জোরে শত্রুনাশ। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে তবে আর্থিক দিক দিয়ে উন্নতি হবে কিনা তা বলা যাচ্ছে না। বিষয়সম্পত্তি নিয়ে আত্মীয় বিরোধ। আজ সন্ধ্যায় গৃহে শুভ অনুষ্ঠান হতে পারে। সেটা কারও বার্থডে পার্টিও হতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : আপনি কি দয়ালু স্বভাবের। যদি তাই হন তবে আপনার এই স্বভাব অনেকের খুশির কারণ হয়ে দাঁড়াবে আজ। ভবিষ্যতের জন্য আপনি যে টাকা ব্যবসায় লাগিয়েছিলেন সেটি আজ লাভের মুখ দেখবে। আপনার পরিবারের সঙ্গে আজ আপনার কোনো কিছু নিয়ে তর্ক বাঁধতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে আজ আপনার দিনটি ভালো যাবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : পড়শিরা আপনার সাফল্যে ঈর্ষান্বিত থাকবে। গৃহ সংস্কার বা গৃহনির্মাণে অগ্রগতি। বাড়ি, জমি-জায়গা ক্রয় বিক্রয় হতে পারে। উচ্চশিক্ষায় আশাতীত সাফল্য আসবে। রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, ডাক্তারদের সাফল্যের যোগ আছে। সন্তানের জন্য আজ মনে আনন্দ পাবেন। সন্ধ্যায় গৃহে বন্ধু-বান্ধব ও অতিথি সমাগম।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ২/৬/২০২৩

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আজ দূরের বন্ধুদের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে ভালো-মন্দ সমস্ত কিছু ভাগ করে নিতে পারেন। তারা আপনাকে ভালো পরামর্শ দিতে পারে। আপনার প্রেম জীবন আজ খুবই উন্নত। ভালোবাসার নেশা আজ আপনাকে উচ্চ আসন প্রদান করবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : কর্মস্থলে কর্মচারী সংক্রান্ত বা অন্য বিষয়ে জটিলতায় উদ্বেগ বাড়বে। এতদিন ধরে যেখানে কাজ করছেন বিশেষত বেসরকারি ক্ষেত্রের কর্মচারীরা সেখানে অশান্তির মধ্যে পড়তে পারেন। চেষ্টা করুন অন্যত্র সুযোগ খোঁজার। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য। সব বিষয়ে আরো সিরিয়াস হতে হবে। আত্মীয়দের মধ্যে কে আপনার শত্রু তা এবার বুঝতে পারবেন। কাজের চাপে বাড়িতে সময় কম দেওয়ায় প্রিয়জনের মন খারাপ।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আত্নীয়দের সঙ্গে দিনের একটা সময় কোথাও যেতে পারেন। আজ আপনি আপনার সঙ্গীকে নিয়ে ভ্রমণে যেতে পারেন এতে আপনার এবং আপনার সঙ্গীর দুজনের মন আরো রোমান্টিক হয়ে উঠবে। আপনার সঙ্গী আপনার জন্য আজ সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারেন যেটাতে আপনার পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে।

মীন/ Pisces রাশিফল Rashifal : মোবাইলে কথা বলতে বলতে পথ চলবেন না। কর্মক্ষেত্র নিজস্ব কৌশল ও বুদ্ধিমত্তার দ্বারা সাফল্য। আর্থিক লাভ বেশি বলা যাচ্ছে না। সঙ্গীতশিল্পীদের শুভ, সাংবাদিকদের উপার্জন বৃদ্ধি। শত্রুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পরামর্শ নেওয়া প্রয়োজন। ছাত্র-ছাত্রীরা আনন্দপূর্ণ সন্ধ্যা অবশ্যই পাবেন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি।