Medinipur : নিজেদের বিয়ে আটকানো তিন নাবালিকাকে সম্বর্ধনা, বাল্যবিবাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জেলাশাসকের

Medinipur : নিজেদের বিয়ে আটকানো তিন নাবালিকাকে সম্বর্ধনা, বাল্যবিবাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জেলাশাসকের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুর জেলায় রুখতেই হবে বাল্যবিবাহ। বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরে সাংবাদিকদের সামনে এই কুপ্রথার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী। সেই সঙ্গে প্রশাসনের সহায়তায় নিজেদের বিয়ে নিজেরাই আটকানো ৩ জন নাবালিকাকে দেওয়া হল সম্বর্ধনা।

পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্রী চন্দ্রকোনার ভগবন্তপুর হাইস্কুলের শ্রাবন্তী পাত্র, চন্দ্রকোনার মহেশপুর জুনিয়ার হাইস্কুলের বিলকিস খাতুন ও শালবনীর মৌপাল দেশপ্রান বিদ্যাপীঠ এর বাসন্তী টুডু। নাবালিকা এই ৩ ছাত্রীর অমতেই বিয়ে স্থির করেছিলেন পরিজনেরা৷ কিন্তু পড়াশোনা ও আইপিএস হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করাই তাদের স্বপ্ন। পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারা৷ যোগাযোগ করে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বিডিও-র সঙ্গে। প্রশাসনের সহায়তায় রুখে দেয় নিজেদের বিয়ে।

আরও পড়ুন:  Medinipur : কলাইকুণ্ডা থেকে বিমান উড়বে যাত্রী নিয়ে, ছাড়পত্র বায়ুসেনা ও কেন্দ্রের

অসমসাহসী এই তিন কন্যাকে বুধবার সম্বর্ধনা জানালেন খোদ জেলাশাসক। জেলাশাসক দপ্তরে তিন ছাত্রীর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন তিনি। এরপর সাংবাদিকদের সামনে জেলায় বাল্য বিবাহ রোধ করা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলায় বাল্যবিবাহের হার অন্যান্য জেলাগুলির তুলনায় বেশি। তাই তা কমাতে তিনি সচেষ্ট হবেন বলে জানালেন জেলাশাসক। তাঁর বক্তব্য, বাল্যবিবাহের ফলে নাবালিকা কন্যার সম্পূর্ণ জীবন চক্র বিঘ্নিত হয়। শুধু তাই নয় এর প্রভাব শারীরিক ভাবে আগত প্রজন্মের উপরেও পড়ে। পড়াশোনা বন্ধ করে নাবালিকার বিয়ে দেওয়া অধিকারহরণ বলে জানান তিনি। জেলাশাসক আরও বলেন, একটা সময়ে জেলায় অনাহার বা অর্থনৈতিক বিষয় অন্যতম সমস্যা ছিল। যার ফলে বাল্যবিবাহের মতো সমস্যা দেখা দিত৷ কিন্তু সরকারের কন্যাশ্রী, বিভিন্ন স্কলারশিপ, বিনামূল্যে রেশন, লক্ষ্মীর ভান্ডার প্রকৃতি প্রকল্পের ফলে সেই সমস্যার সুরাহা অনেকটাই সম্ভব হয়েছে। বর্তমানে বাল্যবিবাহের কারণ অনেকটাই সামাজিক বলে উল্লেখ করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেন জেলাশাসক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ