উত্তরপ্রদেশে বিজেপির মুখপাত্র সাসপেন্ড, বিতর্কিত মন্তব্যের কারনে গোষ্ঠী সংঘর্ষের জের

উত্তরপ্রদেশে বিজেপির মুখপাত্র সাসপেন্ড, বিতর্কিত মন্তব্যের কারনে গোষ্ঠী সংঘর্ষের জের

জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক প্রসঙ্গে একটি টেলিভিশন অনুষ্ঠান বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে। এরপরেই উত্তরপ্রদেশে ছড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব। তারই প্রেক্ষিতে বিজেপির তরফে বহিষ্কার করা হল নূপুরকে। বহিষ্কার করা হয়েছে দিল্লি বিজেপির মিডিয়া ইন-চার্জ নবীন কুমার জিন্দলকেও।

জানা গিয়েছে, দিন কয়েক আগে বিজেপির তরফে একটি টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূপুর। সেখানেই তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে বিক্ষোভকে কেন্দ্র করে গত ৩ জুন গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে কানপুরে। হিংসা ছড়ানোর অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার ও ৮০০ জনকে আটক করে পুলিশ। ঘটনায় পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-এর যুক্ত থাকার বিষয়েও জানানো হয়েছে পুলিশের তরফে। নূপুরের বিরুদ্ধেও দায়ের হয় মামলা।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

এরপরেই বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির তরফে চিঠি পাঠিয়ে নূপুর শর্মাকে দলীয় সংবিধানের ১০ নম্বর ধারা লঙ্ঘন করে দলীয় অবস্থানের বিরুদ্ধ মতামত প্রকাশের অভিযোগ এনে বরখাস্ত করা হয়। রবিবার বিজেপির তরফে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের স্বাক্ষরিত বিবৃতি জারি করা হয়েছে। বিজেপি কোনো ধর্ম বা সম্প্রদায়কে অবমাননা করায় বিশ্বাসী নয় বলে জানানো হয়েছে। জানানো হয়েছে, এই ধরনের বিষয় দল প্রচার করে না এবং সংবিধান অনুযায়ী প্রত্যেকের নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ