Breaking news 5/6/2022 6 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 5/6/2022 6 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

আজ জামাই ষষ্ঠীর দিনে পালিত হল ‘কন্যাশ্রী ষষ্ঠী’।আগামী দিনে কন্যাশ্রীরা যাতে সুস্থ ও সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে, সেই শুভকামনায় বালুরঘাট শহরের কাঁঠালপাড়া এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল জেলা কার্যালয়ে তৃণমূল মহিলা নেতৃত্ব কন্যাশ্রীদের জন্য পুজো দিলেন। হাতে বেঁধে দিলেন পবিত্র লাল সুতো। ব্যতিক্রমী আয়োজনে পালিত হল ‘কন্যাশ্রী ষষ্ঠী’।

এদিন সুকান্ত মজুমদার বলেন, সব দলেই অন্যদলের লোক ঢোকানো থাকে। তৃণমূলেও আমাদের লোক রয়েছে। যারা আমাদের খবর দেয়। বিজেপিরাজ্য সভাপতির এই বক্তব্যে বিতর্ক শুরু হয়েছে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ বলেন, উনি রাজনীতিতে শিক্ষানবিশ। তাঁকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। দু-চারটে কথা বলার অধিকার পেয়েছেন, তাই বলছেন। ঝাঁজরা হয়ে গিয়েছে ভিতরটা। চাপের মুখে পালটা কথা বলেছেন। ছেলেমানুষি করেছেন। এছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২১/১১/২০২২

মন্ত্রিসভায় আমুল রদবদল ঘটালেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। শনিবার নবীনের মন্ত্রিসভা থেকে ২০ জন মন্ত্রী ইস্তফা দিয়েছিলেন। আর আজ, রবিবার শপথ নিলেন ২১ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী। ৮ জন রাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৯/১১/২০২২

বাংলাদেশের চট্টগ্রামে একটি শিপিং কন্টেইনার ডিপোতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪০। এই ঘটনায় ৪৫০-রও বেশি জখম হয়েছেন ৷ ৩৫০ জন ভর্তি চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লেগে যায় ৷ তার থেকেই হয় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ