Breaking news 12/7/2022 5 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 12/7/2022 5 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

বিজেপিকে নিশানা করে এদিন উত্তরবঙ্গ থেকে অভিষেক জানান, মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেসই কাজ করছে, বহিরাগতরা নয়। সেখানেই উত্তরবঙ্গকে বাংলা থেকে বিচ্ছিন্ন করার প্রসঙ্গে বিজেপিকে তুলোধোনা করেন অভিষেক। বলেন, “অনেকে বলছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। কীসের উত্তরবঙ্গ? এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই, কোনওদিন ছিলও না।” এরপরই সাংসদ বলেন, “যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ততদন রাজ্য ভাগ হবে না। বাংলা একটাই, সেটা পশ্চিমবঙ্গ। অনুরোধ করছি, কেউ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বলবেন না।”

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২০/১১/২০২২

বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এটি কিছুটা দক্ষিণে ঝুঁকে রয়েছে। এই নিম্নচাপ আগামী ৪৮ ঘন্টায় এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টি। বৃহস্পতি, শুক্র ও শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উল্লেখ্য, এ বার নির্ধারিত সময়ের পরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে। এখনও পর্যন্ত সে ভাবে ভারী বৃষ্টির দাক্ষিণ্য পায়নি দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৪/১১/২০২২

পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি শ্মশান দুর্নীতিতে এবার গ্রেফতার অধিকারী পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি। শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারীর গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্মশানকাণ্ডে আর্থিক তছরুপে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ