Breaking news 30/6/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

মা সারদার পুনর্জন্ম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রূপে- সম্প্রতি এমনই দাবি করেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক চিকিৎসক নির্মল মাঝি। নির্মলের এই মন্তব্যের নিন্দা করে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পুনর্জন্মে মা সারদা বলে যে মন্তব্য করা হয়েছে, তা ভিত্তিহীন এবং এর ফলে অগনিত মানুষের আবেগে আঘাত লেগেছে। কখনও কারও দ্বারা যেন এমন নজিরবিহীন ঘটনার পুনরাবৃত্তি না হয়।

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিস। বিজেপি সূত্রে অন্তত এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ সেই সূত্রের দাবি, শুক্রবারই মহারাষ্ট্রের ২০ তম মুখ্যমন্ত্রী হিসাবে ক্ষমতায় ফিরতে চলেছেন বিজেপি বিধায়ক দেবেন্দ্র ফড়ণবীস। সুপ্রিম কোর্টের রায়ে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলার পর উদ্ধব ঠাকরে গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৬/১১/২০২২

বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন ধৃত সারদা কর্তা সুদীপ্ত সেন। সেখানেই তিনি বিচারককে ফের জানান, কাঁথিতে অফিস তৈরির অনুমতি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে টাকা নেন শুভেন্দু। সুদীপ্ত সেনের অভিযোগ, শুভেন্দু অধিকারী বহু লাখ টাকা নেন। টাকা নেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারীও। সব কিছু বিস্তারিত দেওয়া আছে সিবিআই-কে। শুভেন্দু অধিকারির পাশাপাশি মুকুল রায় নামও উল্লেখ করেন সুদীপ্ত সেন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২২/১১/২০২২

আগামি ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দুটি জেলাতে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে । আগামী ১লা তারিখ থেকে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে অনেকটাই কমবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একটানা বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দু-তিন দিন। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনও জেলাতে আপাতত নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ