Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* তৃণমূলের নতুন কর্মসূচি ‘দিদিকে বলো ২’ শুরু হবে। ফের নিজেদের অভাব-অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর দরবারে জানাতে পারবেন আমজনতা। তার দিনক্ষণ প্রাথমিকভাবে স্থির করা হয়েছে ৫ মে। মার্চের শেষদিকে উত্তরবঙ্গ সফরে গিয়ে এই প্রকল্পটি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

* কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ, অসম কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও মন্ত্রীও ছিলেন রিপুন বোরা। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান। সম্প্রতি ঘনিষ্ঠমহলে বোরা জানান, কংগ্রেসের কোনও ভবিষ্যত নেই। বিজেপির বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস।

* পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন সানরাইজার্স হায়দরাবাদের ফাস্ট বোলার ওমরান মালিক। এটি ছিল তার আইপিএল ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা বোলিং, তবে এর মধ্যেই আইপিএলে ইতিহাস তৈরি করেছেন ওমরান মালিক। আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র বোলার যিনি ম্যাচের প্রথম ইনিংসের ২০তম ওভারে মেডেন করেন। তিনি ছাড়া আর কোনো কিংবদন্তি এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫১ রান করে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের হয়ে সবচেয়ে বড় ইনিংসটি খেলেছিলেন লিয়াম লিভিংস্টোন, যিনি ৩৩ বলে ৬০ রান করেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের ওমরান মালিক ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২২/১১/২০২২

* আসানসোলে বিরাট ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার জয়ের প্রসঙ্গে বালিগঞ্জের নব নির্বাচিত বিধায়ক বাবুল সুপ্রিয় বলেছেন আসানসোল প্রমাণ করল, তারা বাবুলকে ভোট দিত, বিজেপিকে নয়” ৷

* বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই সাত জেলায় আর কয়েক ঘণ্টার মধ্যেই বইবে ঝোড়ো হাওয়া৷ সঙ্গী হবে বৃষ্টি

* আসানসোল লোকসভার ফল প্রসঙ্গে দিলীপ বলেন, “তৃণমূল অন্য লোক দিয়ে ভোট করিয়েছে। ভোট নিয়ে আগ্রহই ছিল না আসানসোলের মানুষের, সাধারণ মানুষ ভোটই দেয়নি আসানসোলে।” তাহলে বালিগঞ্জে কেন জামানত বাজেয়াপ্ত হয়ে গেল বিজেপি প্রার্থী কেয়া ঘোষের? বালিগঞ্জ বিধানসভা আসনের ফল প্রসঙ্গে দিলীপের মত, বালিগঞ্জের ভোটাররা যারা সিপিএমকে ছেড়ে এর আগে তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তাঁরা ফের বামেদের ভোট দিয়েছেন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২০/১১/২০২২

* মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে তোপ দেগে বিজেপি রাজ্য সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ। গৌরীশংকর ঘোষ জানান, জেলা মণ্ডল সভাপতি নির্বাচনের জন্য ৫১ জনের নাম পাঠানো হয়েছিল। অভিযোগ, তাতে ১৮ জনের নাম বাদ দিয়ে বিজেপি জেলা সভাপতি নিজের ইচ্ছেমতো লোকদের ঢুকিয়েছেন, যাঁরা অযোগ্য। ওই ঘটনা বারবার রাজ্য নেতৃত্বকে বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। সে কারণে বিরক্ত হয়ে তিনি রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ