Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* সিন্ডিকেট বিবাধে ধুন্ধুমার লেকগার্ডেন্স। তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বাড়ি ভাঙার কাজ চলার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী।ওই ঘটনায় আহত হয়েছেন ৮ জন। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। এই ঘটনার নিন্দা করে সাংসদ সৈগত রায় বলেন, শান্তিপূর্ণ পাড়ায় এটা কেন ঘটবে? বাড়ি ভাঙাই বন্ধ করা হোক।

* ফেসবুক লাইভ করেন অনুপম হাজরা বিজেপি দলের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। অনুপম বলেন, “আমার মতো কয়েকজন আছি, যারা দলের খারাপ সময়ে ছিলাম। কিন্তু আচমকা কিছু লোক এসে ক্ষীর খেয়ে চলে গেল। বিধানসভা নির্বাচনের সময় আমরা ছিলাম দর্শক।” অর্থাৎ তাঁর দাবি, দলে নতুনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, পুরনো কর্মীদের কাজেই লাগানো হয়নি।

* বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপট হিসাবে ব্যবহার করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁকে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক না করার অনুরোধ করেছিলাম। তা সত্ত্বেও বলেছেন। রাজ্যপাল যা মনে করেছেন তাই করছেন। বিধানসভার গরিমা তাঁর বোঝা উচিত ছিল। রাজভবনে গিয়ে যা খুশি বলতেই পারেন তিনি। তবে বিধানসভায় বলা উচিত হয়নি, সোমবার আরও একবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার স্পিকার ।রাজ্যপাল ও বিধানসভার স্পিকারের সংঘাতের সূত্রপাত হয় বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে। ওইদিন আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে বিধানসভায় যান রাজ্যপাল। স্পিকারের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে রাজ্য সরকারকে আক্রমণ করেন জগদীপ ধনকড়।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৬/১১/২০২২

* উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একদিকে তাপপ্রবাহ অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায়। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৭/১১/২০২২

* আসানসোলে নির্বাচনী প্রচারের টাকা নয়ছয় করা হয়েছে। প্রচারের জন্য সকলকে টাকার সমান ভাগ দেওয়া হয়নি। এনিয়ে প্রথমে বচসা বাঁধে বিজেপি সদস্যদের মধ্যে। অভিযোগ, পরে তা হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আসানসোল বিজেপির জেলা সভাপতি দিলীপ দে।

* গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছিলেন দিল্লি দলের ফিজিও প্যাট্রিত ফারহার্ট ৷ জৈব বলয়ে থেকে এবার করোনা আক্রান্ত হলেন ঋষভ পন্থের দলের এক ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজির ওই ক্রিকেটারের মৃদু উপসর্গ ছিলই ৷ সোমবার অজি ক্রিকেটারের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ