Panchayet Election : আসেনি কেন্দ্রীয় বাহিনী, কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

Panchayet Election : আসেনি কেন্দ্রীয় বাহিনী, কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার জন্য গত শনিবারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানোর আদেশ রাজ্য নির্বাচন কমিশনকে দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু রাজ্যে আসেনি কেন্দ্রীয় বাহিনী। পরিবর্তে আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। এবার হাইকোর্টের নির্দেশের সময়সীমা পেরিয়ে গেলেও তা কার্যকর করা হয়নি, এই অভিযোগ এনে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরি ওরফে ডালু। সোমবার সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন:  Panchayet Election : বিজেপি প্রার্থীর দেওরের দেহ পাটক্ষেতে, খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। ঐ রায়ের পর রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ জানিয়েছিলেন, চ্যালেঞ্জ নয়, কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই চলবেন তিনি। কিন্তু শনিবার রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে ই-ফাইলিং এর মাধ্যমে আবেদন জানানো হয় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের তরফে। রাজ্যে আসেনি কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন:  Keshiyari Panchayet : ৫ বছরেও হল না পঞ্চায়েতের বোর্ড গঠন, ‘উন্নয়ন হয়েছে’, দাবি তৃণমূল নেত্রী কল্পনা শীটের

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালতের আদেশ না মেনে নির্বাচন কমিশন আদালত অবমাননা করেছে, এই অভিযোগ এনে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে মনোনয়ন পর্ব থেকেই সিসিটিভি ক্যামেরা নজিরদারিতে করতে বলা হলেও কমিশন তা করেনি, এই অভিযোগ এনে আদালতে মামলা করার অনুমতি চান কংগ্রেস নেতা ডালুবাবু। প্রধান বিচারপতি জানান, নির্দেশ কার্যকর হয়নি, তা সংবাদপত্র মারফৎ তিনি জেনেছেন। তবে মামলার অনুমতি দিলেও দ্রুত শুনানির আর্জি খারিজ করেন তিনি। আগামী বুধবার মামলার শুনানি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ