BRAKING NEWS

Madan Mitra : “আমি সুযোগ পেলেই তৃণমূল কর্মীদের আবার চাকরি দেব”, বিতর্কিত মন্তব্য মদন মিত্রের

নিয়োগ দুর্নীতি কান্ডে উত্তাল রাজ্য রাজনীতি। চলছে ইডি, সিবিআই তদন্ত৷ উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। আদালতের রায়ে চাকরি যাচ্ছে শিক্ষক-শিক্ষিকা, এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি সহ বিভিন্ন ক্ষেত্রে জেলে গিয়েছেন শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক। প্রতিনিয়ত অভিযোগের আঙুল উঠছে শাসক দলের দিকে। এই পরিস্থিতিতে ফের বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। স্পষ্ট জানালেন, “আমি সুযোগ পেলেই তৃণমূল কর্মীদের আবার চাকরি দেব।”

সম্প্রতি নিজের সমাজমাধ্যমে লাইভ আসেন তৃণমূল বিধায়ক মদন। তিনি বলেন, “আমাদের বহু ছেলে বহুদিন সিপিএমের ৩৪ বছরে চাকরি পায়নি। কয়েক কোটি বেকার রেখে সিপিএম চলে গিয়েছিল। বেকার কী চিরকাল বেকার থাকবে? নিয়ম-রীতি মেনে সত্যিকারের যারা যোগ্য তাদের বঞ্চিত না করে যদি তৃণমূলের কর্মীদের চাকরি দেওয়া হয় সেটা কোনো অন্যায় নয়, এবং আমি সুযোগ পেলেই তৃণমূল কর্মীদের আবার চাকরি দেব।”

এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “৩৪ বছর ধরে সিপিএম দিয়ে এসেছে। দিল্লিতে বিজেপি একতরফা করে যাচ্ছে। আর বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাকরি করবেনা?” শাসক দলের বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Reply