BRAKING NEWS

Paschim Medinipur : গোয়ালতোড়ের পিংবনী এলাকায় দুয়ারে রেশন শিবিরে খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পঞ্চায়েত ভোট দোরগোড়ায়। নির্বাচনী প্রস্তুতি জোরকদমে চলছে প্রশাসনের এবং রাজনৈতিক দলগুলোর অন্দরে। বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে এই রাজ্যের সবচেয়ে বড় নির্বাচন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। এই বঙ্গে পঞ্চায়েত যার দখলে, সাধারণত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে সেই দলের দখলে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তাই সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দলগুলোর গ্ৰহনযোগ্যতা কতটা আছে তার একটি অ্যাসিড টেস্ট এই পঞ্চায়েত নির্বাচন।

ইতিমধ্যে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলো। প্রধানতঃ কেন্দ্রর শাসকদল বিজেপি এবং এই রাজ্যের শাসক দল তৃনমূল দুই দলই প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নিজেদের সরকারের জনমোহিনী প্রকল্পগুলিকে। শেষ বিধানসভার নির্বাচনে শাসকদল তৃনমূল কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল দুয়ারে রেশন। নয় মাস আগেই পশ্চিম মেদিনীপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষের দায়িত্ব নিয়ে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুয়ারে রেশন প্রকল্পের কাজের তদারকি করছেন খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি। খাদ্য দফতরের প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকে দুয়ারে রেশন প্রকল্পের ক্যাম্প পরিদর্শন করলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি। সেই সঙ্গে রেশন ডিস্ট্রিবিউটরদের গোডাউনও খতিয়ে দেখেন তিনি।

এদিন গোয়ালতোড়ের পিংবনী এলাকায় দুয়ারে রেশন শিবিরে গিয়েও তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীদের কাছে তিনি খোঁজ নেন ডিলার সমস্ত কিছু সঠিক ভাবে দিচ্ছে কিনা। গ্রামবাসীরা জানান, তাঁদের কোনো সমস্যা হচ্ছে না। বরং গ্রামে ক্যাম্প হওয়ায় তাঁদের সুবিধা হয়েছে। পাশাপাশি এপ্রিল মাস থেকে রমজান মাস চালু হবে, তাই রাজ্য সরকারের তরফে সংখ্যালঘু মানুষদের জন্য আলাদা করে ময়দা, ছোলা এবং চিনি দেওয়া হচ্ছে বাজার দর থেকে কম দামে।

Leave a Reply