Mamata Banerjee : “এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি”, দাবি তৃণমূল নেত্রীর

images 2023 06 16t170136.093

শুক্রবার তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির শেষ দিন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে নামখানার ইন্দিরা ময়দানে নিজের বক্তব্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, “এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনও হয়নি!” ভাঙড়ের ঘটনার জন্য নাম না করে আইএসএফ-কে আক্রমণ করেছেন তিনি।

এইদিন নিজের বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েদেন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নন, তৃণমূলের নেত্রী হিসাবে বক্তব্য পেশ করতে এসেছেন। তিনি বলেন, “২ লক্ষ ৩১ হাজার মনোনয়ন জমা পড়েছে। এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনও হয়নি।” বলেন, ‘‘২০০৩ সালে ৭০ জন মারা গিয়েছিলেন। ২০০৮ সালে মারা গিয়েছিলেন ৩৬ জন।’’ তুলে ধরেন ২০১৩ সালের কথাও। সেই বছর পঞ্চায়েত নির্বাচনরাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেএ সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয় রাজ্য সরকারের। মামলা যায় সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় বাহিনী আসে। সেই কথা তুলে ধরে মমতা বলেন, “কী করেছিল কেন্দ্রীয় বাহিনী? ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ৩৯ জনের মৃত্যু হয়েছিল।” মণিপুরের অশান্তিতে কেন্দ্রীয় বাহিনী বিশেষ কিছু করতে পারেনি বলে অভিযোগ করেন মমতা।

আরও পড়ুন:  Keshiyari Panchayet : ৫ বছরেও হল না পঞ্চায়েতের বোর্ড গঠন, ‘উন্নয়ন হয়েছে’, দাবি তৃণমূল নেত্রী কল্পনা শীটের

মনোনয়নকে কেন্দ্র করে ভাঙড়ের ঘটনায় নাম না করে আইএসএফ-কে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। সেখানকার একটি দল মানুষকে প্ররোচিত করছে বলে অভিযোগ এনে তিনি বলেন, “ভাঙড়ের ঘটনা কিছু গুন্ডা করেছে। তৃণমূল করেনি। আমাদের দু’জন কর্মী মারা গিয়েছে।”

আরও পড়ুন:  Medinipur : ভোটের আগে দলবদল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ