Kharagpur : একাধিক দাবি নিয়ে রেলের কাছে ডেপুটেশন বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের

img 20230616 wa0003

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী ও খড়গপুর আশা উত্তরণ প্রতিবন্ধী ফাউন্ডেশনের তরফে যৌথ উদ্যোগে বুধবার খড়গপুরে রেলওয়ে বিভাগের ডিআরএম অফিসের সামনে অবস্থান করে ডেপুটেশন জমা দেওয়া হল। ১১ দফা দাবি জানানো হয়েছে এই বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের তরফে।

আন্দোলনকারীদের মূল দাবিগুলি- বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের রেলওয়ে টিকিটের কনশেসন কার্ড পেতে ব্যবস্থা সরলীকরণ করতে হবে ও দপ্তরের হয়রানি বন্ধ করতে হবে। রেলওয়ে পরিসেবাতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ দের জন্য ব্যবস্থা সুগম করতে হবে। আবেদনের প্রাপ্তি স্বীকার দিতে হবে। লোকাল ট্রেনে টিকিট কনশেসন চালু করতে হবে। ঘাটশিলা ও জলেশ্বর প্যাসেঞ্জারে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত করতে হবে।বিভিন্ন স্টেশনে ও ট্রেনে ওঠার জন্য র‍্যাম্প, হুইল চেয়ার ও লিফটের ব্যাবস্থা করতে হবে। বিভিন্ন রেল দুর্ঘটনার কারনে প্রতিবন্ধী হয়ে যাওয়া মানুষদের তাদের যোগ্যতা অনুযায়ী চাকরী ও কর্মসংস্থানের ব্যাবস্থা করতে হবে।

আরও পড়ুন:  Medinipur : তৃণমূলে টিকিট যুদ্ধ! নির্দল হয়ে মনোনয়ন জমা প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডির

এইদিন ডিআরএম উপস্থিত না থাকায় ডিসিএম ডেপুটেশন গ্ৰহন করেন এবং প্রতিটি বিষয়ে পদক্ষেপের আশ্বাস দেন। তিনি জানিয়েছেন, আবেদনের ১৫ দিনের মধ্যেই টিকিটের কনশেসন কার্ড হাতে পাওয়া যাবে। এছাড়া এইদিন ১৯০টি কার্ড উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় রেলের তরফে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ