Mamata Banerjee : অস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, মেদিনীপুরের যুবক গ্রেপ্তার

Mamata Banerjee : অস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, মেদিনীপুরের যুবক গ্রেপ্তার

ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা। অস্ত্রসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার এক যুবক। ধৃত যুবক পশ্চিম মেদিনীপুরের আলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১:৩০ নাগাদ ঐ যুবক ‘পুলিশ’ স্টিকার লাগানো একটি কালো গাড়ি নিয়ে হাজরা রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়ে আটক হন। তিনি মুখ্যমন্ত্রী বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করছিলেন। মুখ্যমন্ত্রীর বাড়ির লাগোয়া মিলন সংঘ ক্লাবের গেট দিয়ে বলপূর্বক ঐ যুবক ঢুকতে চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। শেখ নুর আমিন নামে ঐ যুবকের গাড়িতে তল্লাশি চালিয়ে ভোজালি, আগ্নোয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, যুবক কেন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিল তা জানতে কালীঘাট থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। যুবকের কাছে কিছু পরিচয়পত্র ও নথি পাওয়া গিয়েছে।

আরও পড়ুন:  Panchayat Election : তৃণমূলের ‘শহীদ দিবসে’ শুভেন্দুর বিডিও অফিস অভিযানের ডাক

ধৃত যুবকের শ্বশুরবাড়ি মেদিনীপুর শহরের আলিগঞ্জ কসাইপাড়া এলাকায়। ধৃতের স্ত্রীর দাবি, মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে কলকাতায় একুশে জুলাইয়ের অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন মেদিনীপুরের নুর। একই সাথে তাঁর দাবি, মানসিকভাবে অসুস্থ ছিলেন নূর। নূরের গাড়ি থেকে যে বন্দুক উদ্ধার হয়েছে তা আসলে লাইটার বলেও দাবি করেন নুর আমিনের স্ত্রী। ধৃত নূর কেন ভুয়ো পরিচয়পত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে গিয়েছিলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:  Panchayat Election : তৃণমূলের ‘শহীদ দিবসে’ শুভেন্দুর বিডিও অফিস অভিযানের ডাক

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ