Panchayat Result : চলছে গণনা, গড়বেতা থেকে দাঁতনে এগিয়ে তৃণমূল

Panchayat Result : চলছে গণনা, গড়বেতা থেকে দাঁতনে এগিয়ে তৃণমূল

মঙ্গলবার সকাল থেকে রাজ্যের ২২টি জেলায় ৩৩৯টি ভোট গণনাকেন্দ্রে পঞ্চায়েতের ভোট গণনা শুর হয়েছে। গ্রাম পঞ্চায়েতে ৬৩,২২৯টি, পঞ্চায়েত সমিতিতে ৯৭৩০টি এবং জেলা পরিষদের ৯২৮টি আসনের ফলাফল নির্ধারণ হবে। গণনাকেন্দ্রগুলির প্রতিটিতে নিরাপত্তার জন্য রয়েছে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।

এখনও পর্যন্ত পাওয়া খবরে, গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৭,৯৫৫টি, বিজেপি ৬৮টি, সিপিএম ১১টি ও অন্যান্যরা ৫৭টি আসনে এগিয়ে। সকাল ১০ টা পর্যন্ত পাওয়া খবরে, গড়বেতা ২ ব্লকে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৫টি, বিজেপি ২টি আসনে এগিয়ে। দাঁতন ২ ব্লকে তৃণমূল ৩১টি, বিজেপি ১০টি, সিপিআই ১টি, সিপিএম ৫টি আসনে এগিয়ে।

আরও পড়ুন:  Panchayet Election : ৮২ জন আইএসএফ প্রার্থী পঞ্চায়েত ভোটের বাইরে

আজ পশ্চিম মেদিনীপুর জেলার ২১ টি ব্লকের ২১ টি কেন্দ্রে শুরু হয়েছে গণনা। এই ২১টি গণনাকেন্দ্র কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য পুলিশ ছাড়াও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। মেদিনীপুর কলিজিয়েট স্কুলে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ