Durga Puja: শিকাগোয় দুর্গোৎসব, প্রবাসী বাঙালির পুজোর উৎসব

Durga Puja: শিকাগোয় দুর্গোৎসব, প্রবাসী বাঙালির পুজোর উৎসব

 

বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব গ্রেটার শিকাগো (বিএজিসি)-র দুর্গাপুজো শুরু হয়েছিল ১৯৭০ সালে। পুজো হয়েছিল হিন্সডেলের এক চার্চে গিরীন রায়ের বানানো দুর্গা প্রতিমায়। তারপর থেকে প্রতিবছর পুজো হয়।

এটা দেশ নয়। বিদেশে স্বদেশের উৎসবের আয়োজন মাত্র। তাতেও কমতি থাকেনা উৎসাহের। কিন্তু খামতি থেকে যায় পুজোর ছুটির। অগত্যা সপ্তাহ শেষের অপেক্ষা। অনেক সময় নির্ঘণ্ট মেনে পুজো করা সম্ভব হয় না। কিন্তু তাহলেও পুজো তো বটে। শিকাগোর বিএজিসি-র এখন মহোৎসবের রূপ নেয়। সারা দেশের প্রবাসী বাঙালিরা ভিড় করে আসেন উৎসবের আমেজের সঙ্গী হতে। গত বছর পুজো হয়েছে কোভিডকে সঙ্গী করেই। মাস্ক ছিল বাধ্যতামূলক, পুজো প্রাঙ্গনে ছিল কোভিড পরীক্ষার ব্যবস্থা। নেগেটিভদের রেজিস্ট্রেশন করে প্রবেশ করতে হয়েছিল মন্ডপে। দ্য সেন্টার অব এলজিন ও দ্য হেমেন্স কালচারাল সেন্টারে আয়োজিত পুজোয় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে খাওয়া দাওয়া সব কিছুর আয়োজন। ঢাক, আরতি, ধুনুচ নাচ, ভোগ, প্রসাদ, আমন্ত্রিত শিল্পী থেকে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান। সব মিলিয়ে জমজমাট উদযাপন।

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ