Elephant Attack Medinipur : হাতির হানায় মৃত স্বামী, সাহায্যের আশ্বাস বনমন্ত্রীর

Elephant Attack Medinipur : হাতির হানায় মৃত স্বামী, সাহায্যের আশ্বাস বনমন্ত্রীর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বিগত কয়েক বছরে জঙ্গললাগোয়া লোকালয়ে বৃদ্ধি পেয়েছে হাতির আক্রমণ। মৃত্যু হয়েছে একাধিক। সরকারি তরফে আশ্বাস মিললেও মেলেনি চাকরি। গোয়ালতোড়ের মহিলাকে আশ্বাস দিলেন বনমন্ত্রী৷

পশ্চিম মেদিনীপুরের গোপগড় ইকোপার্কে ছিল বন বান্ধব উৎসব। রবিবার সেখানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মেদিনীপুরের গোয়ালতোড় ও রামগড়ের দুই মহিলা এবং শালবনীর মধুপুরের এক যুবক। কিন্তু মঞ্চের কাছে উপস্থিত হলেও নিরাপত্তাবেষ্টনীর কারণে মন্ত্রীর কাছে বক্তব্য জানাতে পারেননি। সাংবাদিকদের দেখে তাঁদের কাছেই আর্জি জানালেন তাঁদের বক্তব্য মন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। সাংবাদিকদের কাছে গোয়ালতোড়ের বাসিন্দা গৌরী পাল দাস নামে এক মহিলা অশ্রুসিক্ত স্বরে জানান, “স্বামী হাতির আক্রমণে মারা গেছেন। ঘুরে ঘুরে এখনও চাকরি মেলেনি। বাচ্চা রয়েছে। কিভাবে মানুষ করবো বলুন!” ২০১৩ সালে গোয়ালতোড়ে রাতে ঘুমিয়ে থাকার সময় হাতির আক্রমণে মৃত্যু হয় তাঁর স্বামী সঞ্জয় পাল৷

আরও পড়ুন:  Medinipur : এবার কি বন্ধ হবে সরকারি স্কুল! জেলায় ৬০১টি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ এর কম, ঝাড়গ্রামে ৪৭৯টি

এরপরেই সাংবাদিকদের সহযোগিতায় সরাসরি মন্ত্রীকে নিজেদের বক্তব্য জানান গৌরী দেবী ও অন্যান্যরা। মন্ত্রী জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরে মোট আট জনের পরিবার এখনও চাকরি পাননি। প্রক্রিয়া চলছে। দ্রুত বিষয়টি নিষ্পত্তির আশ্বাসও দিয়েছেন তিনি। সেই সঙ্গে উপস্থিত আধিকারিকদের উপস্থিত মহিলাদের পরিচয় লিপিবদ্ধ করে নিতেও বলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ