ওদ্ধত্য! ‘কাটমানি না দিলে বগটুইয়ের মতো জ্যান্ত পুড়িয়ে মারবো’, তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ

ওদ্ধত্য! 'কাটমানি না দিলে বগটুইয়ের মতো জ্যান্ত পুড়িয়ে মারবো', তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ

বগটুই গণ হত্যার ঘটনার চিত্র ফুটে উঠল বীরভূমের রামপুরহাট পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডে। বুধবার তোলা চাইতে এসে সেটি না পাওয়ায় বাড়ির মালিক তথা বিধবা বৃদ্ধাকে বেধড়ক মারধর করে খুন করার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে পুরসভার তৃণমূলের প্রাক্তন উপ-প্রশাসকের বিরুদ্ধে। তোলাবাজির ঘটনায় বর্তমানে উত্তপ্ত রয়েছে গোটা এলাকা।

ঘটনার প্রসঙ্গে আক্রান্ত মহিলা জানিয়েছেন,’ দীর্ঘ কয়েক বছর ধরে ৪ নম্বর ওয়ার্ডে অতিকষ্টে একটা বাড়ি করে আমরা রয়েছি। বর্তমানে সম্পূর্ণরূপে বাড়ি তৈরি হচ্ছিল। কিন্তু পুরসভার প্রাক্তন উপ-প্রশাসক ও বেশ কয়েকজন পৌরসভার লোক বাড়ি তৈরির জন্য ৫ লক্ষ টাকা তোলা চাইতে এসেছিল। কিন্তু আমরা সেই টাকা দিতে না পারায় বাড়ি ভাঙচুর সহ আমাকে বেধড়ক মারধর করে এমনকি গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার হুমকি দেয়। আমরা এই ঘটনার ন্যায়বিচার চাই’।

আরও পড়ুন:  মেদিনীপুর পৌরসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ, ঝালদা পৌরসভার ঘটনার প্রতিবাদ

অন্যদিকে অভিযুক্তদের মধ্যে একজন পুরসভার সদস্য বলেছেন,’ বৃদ্ধা মহিলা যে অভিযোগ আনছে সেটা সম্পূর্ণ মিথ্যা। যে জমির উপর বাড়ি তৈরি করা হচ্ছে গত ৬ বছর ধরে সেটা কোর্টে বিচারাধীন রয়েছে। স্কুল তৈরির জন্য সরকার জমি দিয়েছিল কিন্তু ওই পরিবার জোর করে সরকারি জমির উপর বাড়ি তৈরি করে রয়েছে। কোর্টের তরফ থেকে পৌরসভার নোটিশ এসেছে ওই জমি খালি করার জন্য। আমরা বহুবার বাড়ির সদস্যদের বলছে কিন্তু মারধর কিংবা ভাঙচুর কোনো ঘটনাই ঘটেনি’।

আরও পড়ুন:  মমতার আমলে তৃণমূলের অত্যাচার নিয়ে বই প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী

আবার এলাকার তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন,’যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। বাড়ি ভাঙচুর কিংবা মারধরের ঘটনা সম্পূর্ণ সাজানো। ঘরের মধ্যে যে ভাঙচুর হয়েছে সেটা তারা নিজেরাই করেছে’।

পরবর্তীতে থানায় খবর দেয় অভিযোগকারী মহিলা। এরপরই ঘটনাস্থলে পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি যাতে বৃদ্ধা মহিলা ন্যায়বিচার পায় তার আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ