Medinipur: মেদিনীপুরে আম্বেদকরের নামে কলোনী নামকরণ ও গৃহ পূননির্মাণ প্রকল্পের শিলান্যাস, ছিলেন জুন মালিয়া

Medinipur: মেদিনীপুরে আম্বেদকরের নামে কলোনী নামকরণ ও গৃহ পূননির্মাণ প্রকল্পের শিলান্যাস, ছিলেন জুন মালিয়া

বৃহস্পতিবার ডঃ আম্বেদকরের জন্মদিবসে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বি আর আম্বেদকর কলোনীর নামকরণ ও গৃহ পূননির্মাণ প্রকল্পের শিলান্যাস হল মেদিনীপুরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা জুন মালিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুরের জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে বি আর আম্বেদকর কলোনীর নামকরণ ও গৃহ পূননির্মাণ প্রকল্পের শিলান্যাস করতে এসে বক্তব্য রাখেন বিধায়িকা জুন মালিয়া। বি আর আম্বেদকরের জন্মদিবস স্মরণ করে তিনি বলেন, “ডঃ আম্বেদকরের ভাবনা অনুযায়ী আমাদের জীবন লম্বা হওয়ার পরিবর্তে এমন হওয়া প্রয়োজন যেন আমরা সমাজের জন্য কিছু করে যেতে পারি!”

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

শিক্ষা ক্ষেত্রে, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ও ভারতীয় সংবিধানের রূপকার হিসেবে তাঁর অবদান স্মরণ করেন বিধায়িকা। তিনি আরও বলেন, এই রকম জিনিয়াসের নামে কলোনীর উদ্বোধন হওয়া আমাদের গর্বের বিষয়। এই দিন ডঃ আম্বেদকরের পাশাপাশি মহাত্মা গান্ধীরও মূর্তি উন্মোচন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ