Gopiballavpur: বেহাল রাস্তা সংস্কারের দাবি, বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এলাকাবাসীর

Gopiballavpur: বেহাল রাস্তা সংস্কারের দাবি, বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এলাকাবাসীর

গোপীবল্লভপুরের (Gopiballavpur) ছাতিনাশোল থেকে ভট্টগোপালপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা দীর্ঘ চার বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। দীর্ঘ এই রাস্তার মধ্যে প্রায় তিন কিলোমিটার অংশ সবথেকে খারাপ। বড় যানবাহন তো দুরের কথা সাধারণ সাইকেল কিংবা বাইকে করে রাস্তা চলাচল করতে নাজেহাল হতে হয় এলাকার সাধারণ মানুষকে। রাস্তা সারাইয়ের দাবিতে বার বার ব্লক প্রশাসনকে জানিয়েও কোন ফল পাননি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে শুক্রবার গোপীবল্লভপুর ১ নম্বর (Gopiballavpur) ব্লকের বিডিও অফিসের গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন এলাকার সাধারণ মানুষ। রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটি মাধ্যমে সাধারণ মানুষের এই বিক্ষোভ অবস্থান কর্মসূচির কারণে চরম উত্তেজনা ছড়াল গোপীবল্লভপু্র ১ নম্বর (Gopiballavpur) ব্লক অফিস চত্বর।

আরও পড়ুন:  Belpahari: আদিবাসীদের ক্ষোভের সম্মুখীন মুখ্যমন্ত্রী, দিলেন আশ্বাস

জানা গেছে,গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিসের একেবারে গা ঘেঁষে যাওয়া রাস্তা অর্থাৎ ছাতিনাশোল চক থেকে ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের ভট্টগোপালপুর গ্রামে যাওয়ার প্রায় সাত কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। রাস্তার উপরের পিচের আস্তরণ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে কঙ্কালসার রুপ। যত্র তত্র তৈরি হয়েছে বড় বড় গর্ত। সবথেকে খারাপ অবস্থা ছাতিনাশোল থেকে প্রথম তিন কিলোমিটার রাস্তা। অভিযোগ ইতিমধ্যে রাস্তা সংস্কারের দাবিতে ব্লকের বিডিও অফিস ডেপুটেশন এবং ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ হয়েছে কমিটির নেতৃত্বে। কিন্তু হয়নি কোন সুরাহা।তাই বাধ্য হয়ে রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির নামে শুক্রবার সকালে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেন এলাকার সাধারণ মানুষ। অবশেষে প্রায় ২ ঘন্টার পর কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন বিডিও দেবজ্যোতি পাত্র। জানা গেছে, আন্দোলনকারীদের বিডিও আশ্বাস দেন প্রথম পর্যায়ে রাস্তাটির ৮০০ মিটার অংশ নতুনভাবে তৈরি হবে। বাকি অংশ পথ চলাচলের যোগ্য করার চেষ্টা করা হচ্ছে। অবশেষে ব্লক প্রশাসনের আশ্বাস পেয়ে প্রায় চারঘন্টা পর অবস্থান বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা।তবে রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্যরা হুঁশিয়ারি দেন, প্রশাসন পুরো রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ