Panchayet Election : প্রতি বুথে চাই কেন্দ্রীয় বাহিনী, দাবি নিয়ে কমিশনে ধর্ণায় সরকারি কর্মচারীরা

Panchayet Election : প্রতি বুথে চাই কেন্দ্রীয় বাহিনী, দাবি নিয়ে কমিশনে ধর্ণায় সরকারি কর্মচারীরা

পঞ্চায়েত নির্বাচনে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে ধর্নায় বসতে চলেছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফ প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৪ জুলাই দুপুর ১টায় থেকে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে নিরন্তর অবস্থানবিক্ষোভ কর্মসূচি পালন করবেন তাঁরা।

আরও পড়ুন:  Suvendu Adhikari : “তৃণমূল নেতার মাথায় ছাতা ধরেছেন পুলিশকর্মী”, ভিডিও শেয়ার করে কটাক্ষ শুভেন্দুর

সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, আসন্ন নির্বাচনে সরকারি কর্মচারী, চিকিৎসক, নার্স, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী সহ সকল সরকারি কর্মচারী ভোট প্রক্রিয়ার কাজে অংশ নেবেন। সমস্ত ভোটকর্মীর পাশাপাশি ভোট দিতে আসা ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। যদিও বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে কিনা সেই বিষয়ে কিছু সুনিশ্চিত করেনি রাজ্য নির্বাচন কমিশন। তাই নিরাপত্তার দাবিতে তাঁদের এই কর্মসূচি বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

আরও পড়ুন:  Panchayet Election : ক্যানসার আক্রান্ত বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ সাঁকরাইল থানার ওসির বিরুদ্ধে

অন্যদিকে ধর্ণার পাশাপাশি আগামী ৩ রা জুলাই থেকে ভোটকর্মীদের নিরাপত্তার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, রাজ্যপাল এবং রাজ্য নির্বাচন কমিশনারের কাছে গণ ইমেল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যৌথ মঞ্চের তরফে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ