Medinipur: শিক্ষারত্ন সম্মান শালবনী হাইস্কুলের শিক্ষিকা আলপনা দেবনাথ বোস এবং বহিচাড় বিপিন শিক্ষা নিকেতনের শিক্ষক মৌসম মজুমদারকে

Medinipur: শিক্ষারত্ন সম্মান শালবনী হাইস্কুলের শিক্ষিকা আলপনা দেবনাথ বোস এবং বহিচাড় বিপিন শিক্ষা নিকেতনের শিক্ষক মৌসম মজুমদারকে

পুনরায় উজ্জ্বল জেলা। দুই মেদিনীপুর থেকে রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হতে চলেছেন শালবনী হাইস্কুলের শিক্ষিকা আলপনা দেবনাথ বোস এবং বহিচাড় বিপিন শিক্ষা নিকেতনের শিক্ষক মৌসম মজুমদার।

একদিকে তিনি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী উচ্চ বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষিকা। অন্যদিকে অঙ্কন অলংকরণ শিল্পী, সমাজসেবী, মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির একজন সক্রিয় সদস্যা। আবার নিজের চুল উৎসর্গ করেছিলেন ক্যানসার আক্রান্তদের। তিনি আল্পনা দেবনাথ বসু। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে শিক্ষারত্ন ২০২২ সম্মানে ভূষিতা হতে চলেছেন তিনি। দার্জিলিংয়ের সরকারি কলেজ থেকে প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। তারপর কর্মসূত্রে পশ্চিম মেদিনীপুর। শালবনী উচ্চ বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষিকা ছাত্রছাত্রীদের মধ্যেও বিএহেশ জনপ্রিয়। ‘সহজ জীবন বিজ্ঞান’ নামে একটি বই, সেই সঙ্গে দক্ষ শিল্পী হিসেবে প্রচ্ছদ এঁকেছেন একাধিক বইয়ের।

আরও পড়ুন:  Medinipur: সিপিএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান

তাঁর সঙ্গেই শিক্ষারত্ন পাবেন পূর্ব মেদিনীপুরের বহিচাড় বিপিন শিক্ষা নিকেতনের শিক্ষক ডঃ মৌসম মজুমদার। আদতে তমলুকের বাসিন্দা শিক্ষকের স্কুল শিক্ষা বৈষ্ণবচক এম সি হাই স্কুল থেকে। তারপর হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে ভূগোলে স্নাতক ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর। দুটিতেই পান স্বর্ণপদক। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি। আগামী ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে তাঁদের শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করা হবে।

আরও পড়ুন:  Elephant Attack: হরিয়াতাড়ায় হাতির হানা, ভাঙলো মাটির বাড়ি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ