Chakradharpur Express : চক্রধরপুর এক্সপ্রেসে নতুন স্টপেজ, জঙ্গলমহলের জন্য সুখবর

Chakradharpur Express : চক্রধরপুর এক্সপ্রেসে নতুন স্টপেজ, জঙ্গলমহলের জন্য সুখবর

জঙ্গলমহলবাসীর (Jangalmahal) জন্য সুখবর! আপ ও ডাউন হাওড়া-আদ্রা-চক্রধরপুর এক্সপ্রেস (Howrah-Chakradharpur Express) এবার থেকে স্টপেজ দেবে চন্দ্রকোনা রোড স্টেশনে (Chandrakona Road Station)। এর আগে পরীক্ষামূলক ভাবে বিষ্ণুপুর স্টেশনে ট্রেনটি থামবে বলে জানানো হয়েছিল। এবার চন্দ্রকোনা রোড স্টেশনেও (Chandrakona Road) ট্রেনটি পরীক্ষামূলক ভাবে স্টেপেজ দেবে। পূরণ হল জঙ্গলমহলবাসী ও ট্রেন যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলন

১৮০১১ হাওড়া-আদ্রা-চক্রধরপুর এক্সপ্রেস আগামী ১৮ সেপ্টেম্বর যাত্রা করা ট্রেনটি থেকে নিয়মিত ভাবে রাত ০৩ টা ১৪ মিনিটে চন্দ্রকোনা রোড স্টেশনে পৌঁছাবে এবং রাত ৩ টা ১৫ মিনিটে ছাড়বে। ১৮০১২ চক্রধরপুর-আদ্রা-হাওড়া এক্সপ্রেস আগামী ১৭ সেপ্টেম্বর যাত্রা করা ট্রেনটি থেকে নিয়মিত ভাবে রাত ১২ টা ৫৭ মিনিটে চন্দ্রকোনা রোড স্টেশনে পৌঁছাবে এবং রাত ১২ টা ৫৮ মিনিটে ছাড়বে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ট্রেন দুটি নিয়মিত ভাবে চন্দ্রকোনা রোড স্টেশনে পরীক্ষামূলক ভাবে স্টপেজ দেবে।

আরও পড়ুন:  Jhargram : ঝাড়গ্রামের মেয়ের আন্তর্জাতিক স্বীকৃতি, তুলির টানে স্বপ্ন আঁকছে জঙ্গলমহলের ‘তুলি’

পূর্বে হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস শালবনী, চন্দ্রকোনা রোড, বিষ্ণুপুর স্টেশনে থামতো। কিন্তু করোনা কালের পরে ট্রেনটি উক্ত স্টেশনগুলিতে স্টপেজ দেওয়া বন্ধ করে দেয়। যার ফলে অসুবিধায় পড়েন জঙ্গলমহলবাসী। স্থানীয় যাত্রীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন স্টপেজ ফিরিয়ে দেওয়ার জন্য। রেল দফতরের কাছে বারংবার ডেপুটেশনও দেওয়া হয়েছে। অবশেষে যাত্রীদের দাবিকে মান্যতা দিয়ে পরীক্ষামূলক ভাবে বিষ্ণুপুর স্টেশনে স্টপেজ দেওয়ার বার্তা এসেছিল। এবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে চন্দ্রকোনা রোড স্টেশনেও স্টপেজ দেওয়ার ঘোষণা করা হল।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ