BRAKING NEWS

Medinipur : শুরু হল জেলা ট্রেড ফেয়ার ও হস্তশিল্প মেলা, মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দানে

Medinipur : শুরু হল জেলা ট্রেড ফেয়ার ও হস্তশিল্প মেলা, মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দানে, GNE BANGLA

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বুধবার মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দানে শুরু হলো পশ্চিম মেদিনীপুর জেলা ট্রেড ফেয়ার ও হস্তশিল্প মেলা। আগামী ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

এইদিন সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়, জেলাশাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার দীনেশ কুমার প্রমুখরা। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দানে মেলায় মোট ৭০ টি স্টল হয়েছে। থাকছে হস্তশিল্পের বিভিন্ন প্রদর্শনী।

'পুরভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন খোদ বিধায়িকা জুন', মেদিনীপুরে অভিযোগ প্রার্থী সংঘমিত্রার