‘পুরভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন খোদ বিধায়িকা জুন’, মেদিনীপুরে অভিযোগ প্রার্থী সংঘমিত্রার

'পুরভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন খোদ বিধায়িকা জুন', মেদিনীপুরে অভিযোগ প্রার্থী সংঘমিত্রার

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মেদিনীপুর শহরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসছে বারংবার। তৃণমূলের বিধায়িকা জুন মালিয়ার বিরুদ্ধে এবার মুখ খুললেন ২০২২ এর পৌর নির্বাচনমেদিনীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সংঘমিত্রা পাল। বিধায়ক জুন মালিয়া ও মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তৃণমূলে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে এবং সম্ভবতঃ তাঁকে চক্রান্ত করে পুরভোটে হারানো হয়েছে৷

২০২২ এর পৌর নির্বাচনে মেদিনীপুর পৌরসভার প্রার্থী বাছাই নিয়ে কলতবের সৃষ্টি হয়৷ আসরে নামেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হন সংঘমিত্রা পাল। কিন্তু নির্দল হিসেবে ঐ কেন্দ্রে প্রার্থী হন তৎকালীন তৃণমূল নেত্রী অর্পিতা রায় নায়েক এবং জয়ী হন। দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় অর্পিতা। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও বিধায়িকা জুন মালিয়ার সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে বহিস্কৃত কাউন্সিলর অর্পিতা রায় নায়েককে৷ তারপরেই বিধায়িকা ও পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দলে বিভাজনের অভিযোগ এনে মুখ খুলেছেন পরাজিত প্রার্থী সংঘমিত্রা পাল।

আরও পড়ুন:  অভিষেকের জনসভা লক্ষ্য, মেদিনীপুরে মিছিল ও পথসভা শাসক দলের

সংঘমিত্রা পালের অভিযোগ, পুরভোটে ১৪ নম্বর ওয়ার্ডে তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে অর্পিতা রায় নায়েক জয় পান। অর্পিতাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করার পরেও দলীয় অনুষ্ঠানে তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করেছেন বিধায়িকা জুন মালিয়া ও মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। দলে বিভাজনের চেষ্টা হচ্ছে অভিযোগ করে সংঘমিত্রা সন্দেহ প্রকাশ করেছেন, “আমার সন্দেহ হচ্ছে সম্মানীয়া বিধায়িকা ও মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান তাহলে কি চক্রান্ত করে, এই নির্দল কাউন্সিলরের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাকে হারানোর চেষ্টা করেছিলেন! এর পূর্ণ তদন্ত করা দরকার।”

আরও পড়ুন:  কন্যাশ্রী কাপে সর্বোচ্চ গোলদাতা জঙ্গলমহলের কন্যা, গোল্ডেন বুট পেলেন সুজাতা মাহাতো

অন্যদিকে এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার বক্তব্য, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে চারিদিকে উদ্দীপনা। তার মধ্যে মেদিনীপুর শহরে কিছু ঘটছে কিনা আমার জানা নেই। টিভির পর্দায় দেখছিলাম। এগুলো ছোটোখাটো বিষয়। আলাপ আলোচনা করে নিশ্চিত মিটে যাবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ