Nandigram : শুভেন্দুর অফিস ও নির্বাচনী এজেন্টের বাড়িতে পুলিশি তল্লাশি, রিপোর্ট তলব রাজ্যপালের

Nandigram : শুভেন্দুর অফিস ও নির্বাচনী এজেন্টের বাড়িতে পুলিশি তল্লাশি, রিপোর্ট তলব রাজ্যপালের

তমলুকের এসডিপিও ও আইসি-র নেতৃত্বে রবিবার বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালালো শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের অফিসে। তল্লাশি চলেছে তাঁর নির্বাচনী এজেন্টের বাড়িতেও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাঁর অফিসের কর্মচারীদের হেনস্থার অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা।

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট মেঘনাদ পালের স্ত্রীর নামে ভুয়ো কাগজের ভিত্তিতে একটি কো-অপারেটিভ ব্যাঙ্কে চাকরি অভিযোগ দায়ের হয়েছে তমলুক থানায়। তারই ভিত্তিতে এই দিন মেঘনাদ পালের বাড়িতে তল্লাশি চালায় বিশাল পুলিশ বাহিনী। নেতৃত্বে ছিলেন তমলুকের এসডিপিও ও তমলুক থানার আইসি। এরপরেই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের নন্দনায়েক বাড়-এ শুভেন্দু অধিকারীর অফিস কার্যালয়ে তল্লাশিতে নামে পুলিশ বাহিনী। বিরোধী দলনেতার তরফে অভিযোগ করা হয়েছে, তাঁর অফিসের কর্মচারীদের অযথা হেনস্থা করেছে পুলিশ। সেই মর্মে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন।

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

অন্যদিকে টুইটারে পুলিশের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু অধিকারী লিখেছেন, “কোনো পূর্ব সূচনা না দিয়ে, কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই এবং ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে, আচমকা মমতা পুলিশ (পশ্চিমবঙ্গ পুলিশ) আমার নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে অনধিকার প্রবেশ করে। মমতা সরকারের পুলিশের এই জঘন্য অপব্যবহার বিরোধী দলনেতার প্রতি এক ঘৃণ্য ষড়যন্ত্রের প্রমাণ।”

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

টুইট করেছেন রাজ্যপাল রাজ্যপাল জগদীপ ধনখড়ও। ঘটনার একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, ঘটনার প্রেক্ষিতে রাজ্যপালের তরফে মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ