Medinipur : খেমাশুলিতে রেল-রোড চাক্কা জ্যাম আদিবাসী সংগঠনের, আটকে একাধিক ট্রেন

Medinipur : খেমাশুলিতে রেল-রোড চাক্কা জ্যাম আদিবাসী সংগঠনের, আটকে একাধিক ট্রেন

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
শনিবার সকাল থেকে মারাং বুরু বাঁচাও এবং সারনা ধর্ম কোড চালু করার দাবিতে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে ‘রেল-রোড চাক্কা জ্যামে’র ডাক দিয়েছে, ‘আদিবাসী সেঁঙ্গেল অভিযান’। ঘটনার প্রেক্ষিতে আটকে পড়েছে একাধিক ট্রেন

এইদিন সকাল ৬ টা থেকে ব্যানার ও পতাকা হাতে খড়গপুর গ্রামীণ থানার খেমাশুলিতে ট্রেন ও জাতীয় সড়ক অবরোধ শুরু করেন ‘আদিবাসী সেঁঙ্গেল অভিযান’ সংগঠনের সদস্যরা। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ওড়িশা, ঝাড়খন্ড, ও অসম রাজ্যে আজ রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে ঐ আদিবাসী সংগঠনটি। আন্দোলনের জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন নোটিশ জারি করে আটটি এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল ঘোষণা করেছে। সেই সঙ্গে ২টি ট্রেন কে ভিন্ন পথে চালিত করছে।

আরও পড়ুন:  Duyare PG Doctors: এবার দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার, কেশিয়াড়িতে কর্মসূচির সূচনা

এছাড়াও খেমাশুলি স্টেশন ও ওড়িশার বাংরিপোসি স্টেশনে অবরোধের জেরে আটকে পড়েছে একাধিক ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, খেমাশুলিতে আপ ও ডাউন লাইনে সকাল থেকে ব্যানার, লাল পতাকা সহ প্রায় ৫০ জনের জমায়েত হয়েছে৷ আপ লাইনে বাতিল হচ্ছে ট্রেন। সেই সঙ্গে ডাউন লাইনে ১২১২৯ পুনে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসকে সকাল ৬:৪৩ মিনিট থেকে ঝাড়গ্রাম স্টেশনে নিয়ন্ত্রণ করা হয়েছে। বাংরিপোসি স্টেশনে সকাল ০৪:২০ মিনিট থেকে অবরোধের জেরে বাতিল হয়েছে ১২৮৯১ বাংরিপোসি-ভুবনেশ্বর এক্সপ্রেস। অন্যদিকে আগামী রবিবার খেমাশুলিতে জনসভার ডাক দিয়েছে কুড়মি সমাজ। সব মিলিয়ে দুর্ভোগে সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ