Medinipur : ক্ষীরপাইয়ে কেঠিয়া নদীতে স্নানে নেমে নিখোঁজ স্কুল ছাত্র

Medinipur : ক্ষীরপাইয়ে কেঠিয়া নদীতে স্নানে নেমে নিখোঁজ স্কুল ছাত্র

পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের কেঠিয়া নদীর কাছে বেড়াতে গিয়েছিল ঘাটালের কয়েকজন স্কুল ছাত্র। সেখানেই নদীতে স্নানে নেমে তলিয়ে নিখোঁজ একজন। রবিবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ ছাত্রের খোঁজ মেলেনি।

জানা গিয়েছে, ঘাটালের বিদ্যাসাগর স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্র রবিবার ঘাটাল থেকে ১২ কিমি দূরে ক্ষীরপাইয়ের কেঠিয়া নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেই সময়ে দুপুর ১২টা নাগাদ নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় রোহিত মোদক নামে এক ছাত্র। তার বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হয়নি। স্রোতের গতিতে ভেসে যায় সাঁতার না জানা রোহিত।

আরও পড়ুন:  Kharagpur : মালঞ্চ এলাকার বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও বায়ুসেনার ৭টি ইঞ্জিন

ছাত্রদের চিৎকারে ছুটে আসেন এলাকার লোকজন শুরু হয় নদীতে খোঁজ। ক্ষীরপাই আউটপোস্ট থানার পুলিশের তত্ত্বাবধানে চলে তল্লাশি। মেদিনীপুর থেকে আসে ডুবুরি। কিন্তু এইদিন সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও রোহিতের খোঁজ মেলেনি। বাঁকুড়া থেকে জাতীয় উদ্ধারকারী দলের সদস্যরাও এসে পৌঁছেছেন৷ কিন্তু রাতের অন্ধকারের কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। সকালে তল্লাশি শুরু করবেন উদ্ধারকারী দলের সদস্যরা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ